0706yinyue.mp3
|
বন্ধুরা, হাসি হচ্ছে বিশ্বের সবচেয়ে সুন্দর একটি বিষয়। হাসি মানে পবিত্রতা, সুখের অভিভূত ও প্রেম। হাসতে পারা একটি ভাল গুণ। জীবন যত কঠিন হোক, সমাজ যত কঠিন হোক, আমরা মৃদুহাসি দিয়ে সব সমস্যা মোকাবিলা করবো। আজ আপনাদের হাসি সম্পর্কিত বেশ কয়েকটি গান শোনাবো।
প্রথমে শুনুন গায়ক চাং চিয়ের গাওয়া 'মৃদুহাসি' নামের গানটি। এ গানের কথায় বলা হয়েছে, 'মৃদুহাসি সবকিছুর চেয়ে গুরুত্বপূর্ণ। এ পৃথিবী খুব সুন্দর। অতীতের স্মৃতি আমি আর স্মরণ করতে চাই না। কেউ না জানলেও আমি হাসবো। আমি মৃদুভাবে হাসতে শিখবো। আমি আকাশের দিকে তাকিয়ে জোরে জোরে হাসবো। স্বাধীনতা আমাকে আলিঙ্গন করবে। দু'টি পা নিয়ে আমি সুন্দর দুর্গের দিকে দৌঁড়াবো। এ পৃথিবীতে কত ভালো আছি আমি। মৃদুহাসি নিয়ে আগামীকালের দিকে রওনা হবো।'
বন্ধুরা, হাসি আসলে আমাদের মনের খোড়াক। হাসি আমাদের শক্তি যোগায়। আমাদের আত্মবিশ্বাস বাড়ায়। আমাদের ভবিষ্যতের পথ সুগম করে। মনকে প্রশমিত করে। মিষ্টি হাসি দিয়ে আমরা অন্যের মন জয় করতে পারি। এবার শুনুন ওয়াং পাই হোংয়ের গাওয়া 'মৃদুহাসি মনে রাখো' শিরোনামে একটি গান। ওয়াং পাই হোং নিজেই এ গানের কথা লিখেছেন ও সুর করেছেন। এ গানটি শুনলে মনে হয়, একটি ছোট্ট সিনেমা দেখছি। গানটিতে বলা হয়েছে, 'সম্প্রতি কেমন ছিলে? কখনো আমাকে মিস করেছো? তোমার সেই ছোট বিড়াল কি বড় হয়ে গেছে? কেন এতো দিন আমাকে ফোন করো নি? তুমি কি কারো প্রেমে পড়েছো? তোমাদের সম্পর্ক কেমন? কখনো ঝগড়া করো কি? সম্প্রতি আমার নতুন লক্ষ্য নির্ধারিত হয়েছে। জীবনের চাপ কম নয়। আমাদের পরিবর্তন দরকার। আমি আস্তে আস্তে একাকী জীবনের অভ্যাস করছি। আগে আমি চাইতাম, মঞ্চে একজন শিল্পী হই। এখন কেবল সাদামাটা জীবন কাটাতে চাই।'
প্রিয় শ্রোতা, আপনার জীবনে এমন কোনো বন্ধু আছে কি, যার কথা ভেবে আপনার মুখে হাসি ফুঁটে ওঠে? আমার বিশ্বাস, আপনার জীবনে এমন বন্ধু অবশ্যই আছে। তিনি আপনার ছোট্টবেলার সহপাঠী হতে পারেন। আপনার প্রথম দর্শনে প্রেমিকাও হতে পারেন। তার জন্য আপনাকে একটি গান শোনাচ্ছি। গানের নাম 'তোমার কথা ভাবলেই আমার মুখে হাসি ফুঁটে'। গেয়েছেন লিন ফান। এ গানে বলা হয়েছে, 'কোলাহলের পর শান্ত হয়ে যায় চারদিক। হঠাত দেখেছি বাতি নিভে গেছে, মঞ্চে আলো নেই। অন্ধকারে আমি ভোর মিস করি। তোমার কথা ভেবে আমার মুখে হাসি ফুঁটে ওঠে। তাই অন্ধকারে দাঁড়িয়ে আর একাকী বোধ করি না।'
বন্ধুরা, এবার শুনুন গায়ক ওয়াং ফাং এর গাওয়া 'হাসতে হাসতে কাঁদাই' নামের গানটি। এই গানে হাসির এক অন্য রকম দৃশ্য বর্ণনা করা হয়েছে। গানের কথা এমন, 'গতকাল আমি তোমার ঘরে বসন্তকালের দৃশ্য দেখেছি। তোমার হাসি মুখে রয়েছে সূর্যালোক। এক ফোঁটা জল তোমার চোখের কোণায় ভেসে আছে। তোমার মৃদুহাসি দেখে আমার মুখেও হাসি ফুঁটে ওঠে। মনে হয়, এর আগে কিছুই ঘটে নি। চোখের পানি দেখে আমি আন্দাজ করবো না, সেটা সুখের জন্য, নাকি দুঃখের জন্য। জীবন আসলে ভ্রমণের মতো। কষ্ট পেলে আমি জোর করে গান গাই।'
প্রিয় বন্ধুরা, আপনারা চীন আন্তর্জাতিক বেতারের 'সুরের ধারায়' আসর শুনছেন। এবার শুনুন তাইওয়ানের কণ্ঠশিল্পী চেন সু হুয়ার গাওয়া 'এ পৃথিবীতে হাসতে হাসতে সময় কাটাই' নামের একটি গান। এই গানটি হংকংয়ের একটি জনপ্রিয় কংফু সিনেমার প্রধান গান। বিখ্যাত সুরকার লি জোং শেং এ গানের কথা লিখেছেন ও সুর করেছেন। গানের কথা এমন, 'এ পৃথিবীতে অনেক হাস্যকর বিষয় আছে। আমি কেবল জীবনের স্বাধীনতা ভোগ করতে চাই। জেগে থেকে অন্যদের সাথে হাসি। ঘুম হলে সবকিছু ভুলে যাই। আকাশ যত উচু, আমাদের মন তত ছোট। কর্মফল কেমন হবে, তা কখনো জিজ্ঞেস করবো না। আজ কাঁদছি, আগামাকাল হাসবো। গান গাইছি, নাচছি। বাতাস যতই ঠান্ডা হোক, আমি পালিয়ে যাবো না। ফুল যত সুন্দর হোক, আমি ছিঁড়ে নেবো না।'
| ||||