শ্রোতা বন্ধুরা, মেই ইয়ান ফাং ছিলেন হংকংয়ের একজন শীর্ষ কণ্ঠশিল্পী। তিনি অনেক সিনেমা এবং নাটকে গান গেয়েছেন। নিজেও অভিনয় করতেন। এবার শুনুন তিনি আর সু চি আনের দ্বৈতকণ্ঠে গাওয়া একটি গান। গানের নাম 'হাসি মুখে পরিবর্তন মোকাবিলা করো'। এ গানে বলা হয়েছে, জীবনে মুষলধারে বৃষ্টি পড়লেও আমার ভয় নেই। কারণে তুমি সবসময় আমার পাশে আছো। বাস্তব জীবন কতটা কঠিন তা ভেবে আমি কখনো পরিতাপ করি না। আমি তা পরিবর্তনের চেষ্টা করি। আমার নিয়তি ভালো না হলেও অসুবিধা নেই। কারণ তুমি আমার পাশে আছো।'
বন্ধুরা, আশা করি, হাসি মুগ্ধতা ছড়ায়। আপনাদের জীবন সবসময় হসিতে পরিপূর্ণ হয়ে থাকবে আশা করি। অবশেষে শুনুন থাং ইয়োং লিনের গাওয়া 'সবচেয়ে হাসিপ্রিয় মানুষ' নামের গানটি। এ গানে বলা হয়েছে, 'আমি সব কাজ করতে পরিশ্রম করি। প্রতিবার চেষ্টার পর আকাশের আরো কাছে যাই। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আমি গান গাই। আমি সিদ্ধান্ত নিয়েছি, সবচেয়ে হাসিপ্রিয় মানুষ হবোই। দেখো, আমার পা কখনো থামবে না। আমার তারুণ্য দিয়ে এক অভিন্ন জীবন সৃষ্টি করবো।'
প্রিয় শ্রোতাবন্ধুরা, এতোক্ষণ আপনারা চীন আন্তর্জাতিক বেতারের 'সুরের ধারায়' আসর শুনলেন। অনুষ্ঠান শোনার জন্য ধন্যবাদ। আশা করছি, আপনাদের জীবন হাসি, আনন্দ ও সংগীতময় হয়ে উঠবে। সবাই ভালো থাকুন। আবার কথা হবে। (ইয়ু/মান্না)
| ||||