Web bengali.cri.cn   
প্রেমের স্বাদ
  2015-01-23 17:39:48  cri


প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান শুনছেন। আমি --- পেইচিং থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সুরের ধারার আজকের আসর।

পৃথিবীতে অসংখ্য প্রেমের গান আছে, ভবিষ্যতে আরো অসংখ্যপ্রেমের গান রচিত হবে। হয়তো কখনও তার হিসাবও করা যাবে না। কারণ, প্রেম হচ্ছে বিশ্বের সব জাতি সব মানুষের মনের কথা, মনের চাওয়া। আজকের সুরের ধারা আসরে আপনাদের চীনের কয়েকটি প্রেমের গান শোনাবো। আশা করি, আপনারা তা পছন্দ করবেন।

প্রথমে শুনুন আমার প্রিয় শিল্পী চাং লিয়াং ইংয়ের গাওয়া 'প্রেমের স্বাদ' নামে গান।

ছাং লিয়াং ইং

এ গানটি হচ্ছে 'অমূল্য সম্পদ' চলচ্চিত্রেরথিম সং। গানটির সুর করেছেন হংকংয়ের সুরকার চিন পেই দা। আর গানটির গীতিকারলি শি। চাং লিয়াং ইং আশা করেন, তার এ গান প্রেমের অনুভূতি আরো বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারবে।গানের কথাগুলো এমন, ¡¡ãতোমার ভালোবাসা আমাকে জানিয়েছে, সরলতা কত ভালো। আমরা আনন্দের সঙ্গে একে অপরকে সাহায্য করি। তুমি আমার মনের মুক্তা, যা কোথাও কেনা যায় না। প্রেমের স্বাদ হলো অমূল্য সম্পদ। শুধুযারাভালোবাসতে জানে, তারাই এটা উপলব্ধি করতে পারে।

ভালোবাসা ছাড়া মানুষের জীবন হয় না। কিন্তু ভালোবাসার জন্য সাহসী হতে হয়। চীনারা সাধারণত একটু লাজুক প্রকৃতির। সহজে তারা প্রেমের কথাবলে না। কিন্তু এখানে আমি সবাইকে বলতে চাই যে, যদি তুমি চাও, তাহলে সাহস নিয়ে এগিয়ে যাও। বন্ধুরা, এখন তাহলে শুনুন হু ইয়ান বিনের গাওয়া 'সাহসের সঙ্গে প্রেম করো' গানটি। তিনি নিজেই এ গানের সুর দিয়েছেন এবং কথা লিখেছেন।

হু ইয়ান বিন

গানের কথা এমন, ঝিরিঝিরি বাতাসে তার চুল উড়ছে। তুমি দেখেছো, তার মুখে ছড়িয়ে পড়া লালচে আভা। সমুদ্রের জলও তোমার চেয়ে সাহসী। এমন প্রেমময় পরিবেশে তুমি 'I love you baby'বলতে পারো নি। যাও, এখুনি সাহস নিয়ে প্রেমের কথা বলো। প্রেমের শক্তি দিয়ে বিব্রত অবস্থাকে পরাজিত করো। গিটার বাজিয়ে মনের কথা খুলে বলো।

ছুয়ান ওয়ান টিং হচ্ছেন আমার পছন্দের আরেক জন চীনা গায়িকা। তাঁর বেশ কিছু গান আমার খুব ভালো লাগে। আজ আপনাদের শোনাবো তার গাওয়া 'ভালোবাসার সাগর' নামে গানটি। এ গানে তাঁর বিদেশে গিয়ে নিজের আদর্শ খোঁজার সময় আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, গানের অনুরাগীসহ যারা তাকে সাহায্য করেছেন, তাকে ভালোবাসা দিয়েছেন, তিনি গানের মাধ্যমে তাদের প্রতিকৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বিদেশে নিজের পরিশ্রমের কথা ভুলে স্বপ্ন বাস্তবায়নের ইচ্ছা এবং আরো বড় হওয়ার প্রক্রিয়ায় অন্যদের কৃতজ্ঞতা জানানোর কথা এ গানে উল্লেখ্য করেছেন। তাইওয়ানের শিল্পী সিয়াও চিং থাং 'আমি তোমাকে বলতে চাই' শিরোনামে গান লিখেছেন এবং গেয়েছেন। গানে বলেছেন, ¡¡ãআমি তোমাকে পছন্দ করি। আমার মনে, তুমি কখনো দূরে নও। আমি চাই, তুমি স্বপ্ন থেকে বেরিয়ে এসো আমার সঙ্গে জীবন কাটাও।

বন্ধুরা, আপনারা শুনছেন, চীন আন্তর্জাতিক বেতারের সুরের ধারা অনুষ্ঠান। এবার শুনুন চিয়াং মেই ছি'র গাওয়া 'আমার মন সমুদ্রের মতো' গান।

চিয়াং মেই ছি

গানের কথা এমন, একটু আলো হলে অন্ধকারে দিক চেনা যায়। গানের যদি আবেগ থাকে তাহলে মানুষের মন খুলে যায়। আমিমোমবাতি হতে চাই, তোমার প্রয়োজনের সময় উজ্জ্বল হয়ে উঠবে। যখ হারাবে পথ তখন তা দেখিয়ে দেবো। নরম হলেও শক্তি আছে আমার। দীর্ঘ এ জীবনের পথে আমি সবসময় তোমার সঙ্গী হবো।

1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040