Web bengali.cri.cn   
চীনের জাতীয় দিবস সম্পর্কিত গান
  2014-10-01 14:49:07  cri


প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা চীন আন্তর্জাতিক বেতারের 'সুরের ধারা' আসর শুনছেন। আমি – পেইচিং থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি, আপনারা সবাই ভালো আছেন।

১ অক্টোবর হচ্ছে চীনের জাতীয় দিবস। ১৯৯৯ সাল থেকে জাতীয় দিবস উপলক্ষে তিন দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়। এর পাশাপাশি দু'টি শনিবার ও রোববার সহ আমরা একটানা সাত দিন ছুটি পেয়ে থাকি। আর এর জন্য জাতীয় দিবস সাধারণ চীনা নাগরিকদের কাছে আরেক বিশেষ গুরুত্ব পেয়েছে। আজকের 'সুরের ধারা' আসরে আমি চীনের জাতীয় দিবস সম্পর্কিত কয়েকটি গান আপনাদেরকে শোনাবো।

প্রথমেই শুনবেন 'আজ তোমার জন্মদিন' নামে গান। এ গানটি হচ্ছে ১৯৮৯ সালে চীন গণ প্রজাতন্ত্র প্রতিষ্ঠার ৪০তম বার্ষিকী উপলক্ষে রচিত একটি গান। গেয়েছেন কণ্ঠশিল্পী ইন সিউ মেই।

কণ্ঠশিল্পী ইন সিউ মেই

গানের কথা এমন, "আজ তোমার জন্মদিন, আমার চীন। সকালে আমি এক ঝাঁক কবুতর উড়িয়ে দিয়েছি। কবুতর তোমার জন্য এক জলপাই পাতা এনেছে। আমরা তোমার জন্মদিনের শুভেচ্ছা জানাই। তোমার চিরকালীন শান্তি কামনা করি। এটা হচ্ছে সন্তানদের মনের কথা। "

১৯৪৯ সালের ২ ডিসেম্বর চীন গণ সরকার 'চীন গণ প্রজাতন্ত্রের জাতীয় দিবসের সিদ্ধান্ত' অনুমোদন করে। প্রতি বছরের ১ অক্টোবর জাতীয় দিবস হিসেবে নির্ধারিত হয় এবং এ দিন চীন গণ প্রজাতন্ত্রের প্রতিষ্ঠার দিবস হিসেবে ঘোষিত হয়।

১৯৫০ সাল থেকে প্রতি বছরের ১ অক্টোবর চীনের বিভিন্ন জাতির জনগণের মনোজ্ঞভাবে উদযাপনের একটি দিনে পরিণত হয়।

বন্ধুরা, এবার শুনুন 'আমার মাতৃভূমি' নামে গান। ১৯৫৬ সালে কবি ছিয়াও ইয়ু  আর সুরকার লি ছি এ গানটি রচনা করেন। গানটিতে স্বেচ্ছাসেবক বাহিনীর মাতৃভূমির প্রতি ভালোবাসা আর বিপ্লবের আশাবাদী চেতনা প্রকাশিত হয়েছে।

1 2 3 4
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040