আপনারা এখন শুনবেন কণ্ঠশিল্পী ফাং লি ইউয়ানের গাওয়া 'আমার মাতৃভূমি' নামে গান। গানের কথা এমন, "এ বড় নদীর তরঙ্গ উঠানামা করছে। বাতাসের সাথে ধানের সুগন্ধ দু'তীরে ছড়িয়ে পড়ে। আমার বাড়ি নদীর পাশে। ছোট বেলা থেকে জাহাজের সাদা পাল দেখে আসছি। এখানকার মেয়েরা ফুলের মতো সুন্দর। ছেলেদের মন আকাশের মতো বিস্তীর্ণ। এটি আমাদের সুন্দর মাতৃভূমি। আমার বড় হওয়ার জায়গা। এখানে মনোরম দৃশ্য আছে। বন্ধুর জন্য ভালো মদ আছে। শত্রুর জন্য বন্দুক আছে। এখানে হচ্ছে বীরের জন্মস্থান। এ উষ্ণ মাটির চার দিকে উজ্জ্বল সূর্যালোক আছে।"
দেশ প্রতিষ্ঠার পঞ্চম বা দশক পূর্তি হলে ভিন্ন আকারের উদযাপনী অনুষ্ঠান আর কুচকাওয়াজ আয়োজিত হয়। নয়া চীনের ইতিহাসে সবচেয়ে প্রতিনিধিত্বকারী ছয়টি কুচকাওয়াজ হচ্ছে দেশের প্রতিষ্ঠিত অনুষ্ঠান, পঞ্চম বার্ষিকী, দশম বার্ষিকী, ৩৫তম বার্ষিকী, ৫০তম বার্ষিকী আর ৬০তম বার্ষিকী। কুচকাওয়াজের সময় মার্চ বাজাতে হয়। বন্ধুরা, তাহলে এবার শুনুন 'মুক্তি ফৌজের মার্চ' ।
কণ্ঠশিল্পী ফাং লি ইউয়ান
সম্প্রতি চীনের প্রেসিডেন্ট সি চিন পিং দক্ষিণ এশিয়া সফর করেন। তাঁর স্ত্রী ফাং লি ইউয়ান সঙ্গে ছিলেন এবং অনেকের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি চীনের একজন অতি জনপ্রিয় কণ্ঠশিল্পী। তিনি অনেক জনপ্রিয় গান গেয়েছেন। তাঁর গাওয়া 'প্রত্যাশিত মাঠে' নামের গানটি বিংশ শতাব্দীর ৮০'র দশকের প্রথমদিকে প্রকাশিত হয়। এটা হচ্ছে ফাং লি ইউয়ানের প্রতিনিধিত্ব গান। লেখক চেন সিয়াও কুয়াং এ গানের কথা লিখেছেন। সুরকার শি কুয়াং নান এর সুর দিয়েছেন। ১৯৮৪ সালে ৩৫তম জাতীয় দিবস উদযাপনী অনুষ্ঠানের জন্য সংগৃহীত গানের অন্যতম ছিল এই গানটি। গানের কথা এমন, "আমার জন্মস্থান প্রত্যাশিত মাঠে। নতুন নির্মিত ঘর থেকে রান্নার ধোঁয়া বের হয়। ক্ষুদ্র নদী গ্রামের পাশে প্রবাহিত হয়। আমরা বংশপরম্পরা এ মাঠে বসবাস করি। তার সমৃদ্ধি হচ্ছে আমাদের আদর্শ। এ প্রত্যাশিত মাঠে কৃষকদের ঘামের মধ্যে ফসল বড় হয়। পশুপালকের বাঁশির সুরে গবাদি পশু বড় হয়। আমাদের ভবিষ্যত এ প্রত্যাশিত মাঠে। তার সুখের জন্য আমরা পরিশ্রম করি।"
চীন প্রতিষ্ঠার পর, বিশেষ করে সংস্কার ও উন্মুক্ত নীতি চালু হওয়ার পর জনগণের জীবনের মান অনেক উন্নত হয়েছে। সত্যি সত্যিই আমাদের 'ভালো দিন' শুরু হয়েছে। বন্ধুরা, এবার শুনুন 'ভালো দিন' নামে গান। গানের কথা এমন, "আনন্দময় ঢাক-ঢোলের আওয়াজের মধ্য দিয়ে বসন্তের সুখ-শান্তির আমেজ ফুটে উঠে। জীবনের ফুল হচ্ছে আমাদের হাসি। আজ এক ভালো দিন। কল্পনার ব্যাপার সব বাস্তবায়িত হবে। আগামীকাল এক ভালো দিন। দরজা খুলে আমরা বসন্তের বাতাসকে স্বাগত জানাই। সুন্দর বিশ্ব আমাদের মনে। আমরা শান্তি ও সুখী যুগে আছি।"