Web bengali.cri.cn   
চীনের জাতীয় দিবস সম্পর্কিত গান
  2014-10-01 14:49:07  cri

চীন একটি বড় দেশ। চীনে ৫৬টি জাতি আছে। প্রত্যেক জাতির নিজস্ব বৈশিষ্ট্য আছে। দেশের সমৃদ্ধির জন্য সব জাতির মিলিত প্রচেষ্টা দরকার। এবার শুনুন 'সিনচিয়াং ভালো' নামে গান। গেয়েছেন তাও লাং। গানের কথা এমন, "আমাদের সিনচিয়াং এক ভালো জায়গা। থিয়েন পাহাড়ের  দু'পাশে শ্রেষ্ঠ চারণভূমি আছে। মরুভূমি আবাদি জমিতে পরিণত হয়েছে। আমার সুন্দর মাঠ। আমার লাবণ্য স্বদেশ। সোনার রংয়ের গমের শীষ। ধানের সুগন্ধ। বাতাস প্রবাহিত হলে মরুভূমিতে দেখা যায় গরু ও ছাগল। ফলমূল মিষ্টি। কয়লা, লোহা, সোনা ও রূপা চার দিকের মাটির নিচে লুকিয়ে আছে। আমার সুন্দর জন্মস্থান।"

বন্ধুরা, আপনারা চীন আন্তর্জাতিক বেতারের সুরের ধারা অনুষ্ঠান শুনছেন। আজকের এ আসরে চীনের জাতীয় দিবস উপলক্ষে কয়েকটি গান আপনাদের শুনাচ্ছি।

এবার শুনুন 'পুনরুত্থানের দিকে যাও' নামে গান। এ গানটি চীন গণ প্রজাতন্ত্র প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকীতে রচিত হয়েছে। গানের কথা লিখেছেন লি ওয়েই ফু, সুর করেছেন ইন ছিং। এ গান নয়া চীনের তৃতীয় বড় আকারের সংগীত ও নৃত্য মহাকাব্য 'পুনরুত্থানের পথে' নির্বাচিত হয়েছে। গানটিতে দেশের সমৃদ্ধির তীব্র আশা-আকাঙ্ক্ষা আর চীনা জাতির মহান পুনরুত্থানের উজ্জ্বল ভবিষ্যত বাস্তবায়নের দৃঢ়প্রতিজ্ঞা প্রতিফলিত হয়। শুনুন 'পুনরুত্থানের দিকে যাও' নামে গান।

চীন প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী উপলক্ষে অনেক গান রচিত হয়। তাদের মধ্যে 'দেশ' নামে গানটিও জনপ্রিয় ছিল। গানটি গেয়েছেন চীনের কুংফু চলচ্চিত্র তারকা চ্যাজি চেন আর কণ্ঠশিল্পী লিউ ইউয়ান ইউয়ান। গানটিতে সারা বিশ্বের চীনা নাগরিকদের দেশপ্রেমের আবেগ বর্ণিত হয়েছে। গানের কথা এমন, "সবাই বলেন, দেশ খুব বড়। আসলে সেটা একটি পরিবার। মনে দেশের কথা থাকে, হাতে একটি বাসা থাকে। বাসা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র দেশ। দেশে হাজার হাজার পরিবার থাকে। কেবল দেশ শক্তিশালী হলে বাসা সমৃদ্ধ হতে পারে। দেশ আর পরিবার সংযুক্ত হলে বিশ্বের বিস্ময় সৃষ্টি করা যায়। আমি আমার দেশ ভালোবাসি। আমি আমার বাসা ভালোবাসি।"

দেশ সম্পর্কিত অনেক গান আছে। দেশ মায়ের মতো, প্রশংসা ও ভালোবাসার কথা বলে তা শেষ করা যাবেনা। এবার শুনুন 'দেশের জন্য গান গায়' নামে গান। ১৯৫০ সালের সেপ্টেম্বর মাসে এ গান রচিত হয়েছে। চীনে অলিম্পিক গেমস আর থিয়েন-আন-মেন মহাচত্বরে জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠান সহ গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে এ গান প্রায় প্রচারিত হয়। গানের কথা এমন, "পাঁচ তারা লাল পতাকা বাতাসের মধ্যে ভাসছে। বিজয়ের গান কত উচ্চস্বর। আমাদের প্রিয় স্বদেশ আজ থেকে সমৃদ্ধ ও শক্তিশালী হয়ে উঠবে। উচ্চ পাহাড় ও বিশাল সমতল ভূমি পার হবে। হুয়াং হো ও ছাংচিয়াং পার হবে। এটি আমার প্রিয় জন্মস্থান। বীর জনগণ দাঁড়িয়ে উঠেছে। আমাদের সংহতি ও প্রেম ইস্পাতের মতো শক্ত। আমরা পরিশ্রমী। আমরা সাহসী। স্বাধীনতা হচ্ছে আমাদের আদর্শ। আমরা শান্তিকে ভালোবাসি। আমরা স্বদেশকে ভালোবাসি।"

1 2 3 4
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040