চীনের জাতীয় দিবস সম্পর্কিত গান
কাও ফাং
বন্ধুরা, অনুষ্ঠানের শেষে শুনুন 'মহা চীন' নামে গান। ১৯৯৫ সালে শিল্পী কাও ফাং এ গানের কথা লিখেছেন, সেই সঙ্গে সুরও দিয়েছেন এবং গেয়েছেন। ১৯৯৫ সালে কেন্দ্রীয় টেলিভিশনে এ গান প্রচারের পর দ্রুত সারা দেশে জনপ্রিয় হয়ে উঠে। গানটিতে চীনের রঙিন নদনদী ও পাহাড় বর্ণনা করা হয়েছে এবং গানটিতে চীনা জাতির অহংকার প্রতিফলিত হয়েছে। গানের কথা এমন, "আমাদের প্রত্যেকের এক বাসা আছে, এর নাম হচ্ছে চীন। ভাই, বোন অনেক। দৃশ্যও ভালো। বাসায় দুটি ড্রাগণ আছে। একটা হচ্ছে ছাংচিয়াং, আরেকটা হচ্ছে হুয়াংহো। দেখো, ওখানে মহাপ্রাচীর আছে। আরো আছে ছিংহাই-তিব্বত মালভূমি। আমাদের চীন, বিশাল এক বাসা। আমি সবসময় তার সঙ্গে থাকবো।"
বন্ধুরা, এতক্ষণ আপনারা চীন আন্তর্জাতিক বেতারের সুরের ধারা আসর শুনলেন। আশা করি আজকের গানগুলো পছন্দ হয়েছে আপনাদের। এ অনুষ্ঠান শুনার জন্য ধন্যবাদ। (ইয়ু)
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক