Web bengali.cri.cn   
গান দিয়ে নতুন বছরকে স্বাগত জানাই
  2015-01-05 18:46:36  cri


প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান শুনছেন। আমি – পেইচিং থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি, সবাই ভালো আছেন।

সময় খুব দ্রুত চলে যায়। আমরা আনন্দিত হই অথবা ভীত হই, তাতে সময় কখনো থেমে থাকে না। তাই বুক ভরা আনন্দ নিয়ে নতুন বছরকে আলিঙ্গন করা উচিত। নতুন বছরে নতুন স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করুন, নিজের বিশ্বাসের শক্তি দিয়ে, পরিশ্রম দিয়ে স্বপ্নকে ছিনিয়ে আনুন। বিশ্বাস করুন, বিজয় আপনার হবেই।

যাই হোক বন্ধুরা, আজকের সুরের ধারা আসরে আমি আপনাদের জন্য কয়েকটি আনন্দময় সংগীত শোনাবো। আশা করি, গানগুলো আপনাদের ভালো লাগবে এবং মনে উত্সাহ যোগাবে।

প্রথমে শুনুন সুন ইয়ান চি'র গাওয়া 'প্রথম দিন' শিরোনামের গানটি। গানে বলা হয়েছে, "গ্রীষ্মের সন্ধ্যায় বৃষ্টি পড়েছে। আমি নীরবে অপেক্ষা করছি ঘুর্ঘুরে পোকার গান শোনার জন্য। এ সময় প্রথমবার তোমাকে প্রেমের কথা বলার সে দৃশ্য চোখে ভেসে ওঠে। সেদিন আমার চোখে সবসময় উজ্জ্বল হয়ে থাকবে। সেদিন আমি প্রথমবার উড়তে পেরেছি।

বন্ধুরা, আমি জানি না, আপনার জীবনে এমন অবস্থার মুখোমুখি হয়েছেন কিনা? যেমন মাঝমাঝে ভাবি, হ্যাঁ, আমি এ কথা বলবো, অথবা এ কাজ করবোই। কিন্তু শেষ পর্যন্ত কিছুই করা হয়ে ওঠে না। সময় চলে যায়। বন্ধু-বান্ধবও চলে যায়। আবারো নতুন বছর এসেছে, এবার আপনি নিজেকে বলবেন, 'আমার কিছু পরিবর্তন দরকার। আমি কিছু নতুন কাজ করবোই এবং তা সত্যি সত্যি করবো।'

বন্ধুরা, এবার শুনুন কুও ফু চেনের গাওয়া 'ওঠো' গানটি। গানের কথাগুলো এমন, "আমার আত্মা হাসছে। আমার রক্ত জ্বলছে। এতো গরম হয়েছে যে তা সহ্য করতে পারি না। ওঠো, ওঠো। প্রতি মুহূর্ত অপেক্ষা করছি নতুন রেকর্ড। ওঠো, ওঠো, চমত্কার ভবিষ্যতের জন্য চেষ্টা করো।"

শ্রোতাবন্ধু, আপনি সকালে বিছানা থেকে উঠে অথবা বাইরে গিয়ে সর্বপ্রথম কি দেখতে চান? আমি একটি হাসি মুখ দেখতে চাই। পরিচিতি লোক হোক, অপরিচিতি লোক হোক, একটি হাসি মুখ দেখলে বা এক উষ্ণ কথা শুনলে সারাদিন মন ভালো থাকতে পারে। তাই না?

এবার শুনুন 'তোমার মৃদুহাসি' নামের গান। গানে বলা হয়েছে, "তোমার কারণে পৃথিবী আর একঘেয়ে নয়। আমার মৃদুহাসি তুমি বুঝতে পারলে, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি চাঁদের মতো পৃথিবীর কক্ষপথে ঘিরে চলতে থাকো। আমার বিশ্বে এক বড় বিস্ময়সূচক চিহ্ন এঁকেছো। তোমার মৃদুহাসি প্রতিটি বিস্ময় সৃষ্টি করে।"

বন্ধুরা, এখন পেইচিং শীতকাল, সারা বছরে এ সময় সবচেয়ে ঠাণ্ডা। আমরা বাইরে যাওয়ার সময় মোটা মোটা কাপড় ও গরম জুতা পড়ি। অনেকে মাথায় টুপি এবং হাতে হাতমোজা পড়েন। এ সময় এক কাপ গরম দুধ চা খেতে কত ভালো লাগে !

বন্ধুরা, শুনুন 'গরম' নামের গান। গেয়েছেন মালয়েশিয়ার শিল্পী লিয়াং চিং রো। এ গান হলো তাঁর অন্যতম প্রতিনিধিত্বকারী প্রেমের গান। গানে বলা হয়েছে, "তোমার কথা, আমি সব বিশ্বাস করি। কারণ আমি তোমার ওপর সম্পূর্ণ আস্থা রাখি। আমরা এক বোতলে গরম সুপ খাই। আমি বলতে চাই, তুমি খুব ভালো। তুমি নিজেও তা জানো না। একজনকে ভালোবাসলে, তার জীবন আরো ভালো হওয়ার জন্য প্রার্থনা করি। তুমি আমার চেয়ে গুরুত্বপূর্ণ। আমি আশা করি, তুমি আরো ভালো থাকবে।"

বন্ধুরা, আপনি কি একজন সাহসী ব্যক্তি? আমাদের জীবনে সাহস খুবই গুরুত্বপূর্ণ গুণ। তা না থাকলে অনেক কাজ ব্যর্থ হয়ে যায়। এবার আপনাদের শুনাবো 'সাহসী মন' নামে একটি গান, গেয়েছেন ওয়াং ফাং।

গানের কথা এমন, 'আমি পাথর নই। আমি চোখের এক ফোটা পানি নই। আমি কেবল এক ছোট্ট পাখি। বাড়ির পথ খুঁজছি। আমি বালুকণা নই। আমি কোনো দীর্ঘনিঃশ্বাস নই। আমি কেবল এক বাচ্চা। ভালোবাসার কোল খুঁজছি। এটা হলো উড্ডয়নের অনুভূতি। এটা হলো মুক্তভাব। তারা ভরা আকাশে আমি এক সাহসী মন নিয়ে বাতাসের দিকে তাকাই।"

বন্ধুরা, আপনারা চীন আন্তর্জাতিক বেতারের সুরের ধারা আসর শুনছেন।

আমি পেইচিং থেকে সকল শ্রোতা বন্ধুদের জন্য ২০১৫ সালের সুখ-শান্তির কামনা করি। আশা করি, নতুন বছর আপনারা নিজের প্রেম খুঁজে পাবেন। এবার শুনুন 'তোমাকে ভালোবাসি' নামের গান। গেয়েছেন ওয়াং সিন লিং।

গানে বলা হয়েছে, 'রাত তিনটা ২৬ মিনিটে, আমি জেগে আছি। যদি এ সময় তুমি হঠাত্ করে হাঁচি দাও, তাহলে অবশ্যই আমি তোমাকে মিস করছি। যদি মধ্যরাতে তোমার মোবাইল ফোন বাজে, তাহলে অবশ্যই আমি তোমাকে ফোন করছি। তোমার বিশ্ব এক দুর্গের মতো। আমি কী তোমার বিশ্বে একমাত্র নাকি?"

চীনের পপ সংগীত মহলে ক্যান্টনিজ ভাষার গানের বিশেষ ভূমিকা আছে। ক্যান্টনিজ ভাষার গান মূলত হংকং থেকে প্রচলিত হয়। তবে চীনের মূল ভূখণ্ডে অনেক লোকও তা পছন্দ করেন। এবার শুনুন লি খে ছিনের গাওয়া 'লাল সূর্য' নামে গান। এ গানটি তিনি ক্যান্টনিজ ভাষায় গেয়েছেন।

গানের কথা এমন, "নিয়তি আঁকাবাঁকা হলেও ভয় করো না। আমি চিরকাল তোমার সঙ্গী হয়ে থাকবো। ছোট বেলায় আমি অনেক বার বৃষ্টির রাতে হোঁচট খেয়ে পড়েছি, একা একা কেঁদেছি। তবে সে সব পার হয়েছে। জানি না, কবে থেকে তুমি আমার সঙ্গী হয়েছো। তুমি লাল সূর্যের মত আমাকে উষ্ণতা দিয়েছো।"

বন্ধুরা, গান শুনতে শুনতে সুরের ধারা আসরের শেষ প্রান্তে চলে এসেছে। বিদায় নেয়ার আগে আপনাদের শোনাবো 'আগামীকাল আরো সুন্দর হবে' নামের গান। এটাও আমার প্রত্যাশা। আশা করি, আমাদের সবার ভবিষ্যত্ আরো উজ্জ্বল হবে।

বন্ধুরা, চীন আন্তর্জাতিক বেতারের সুরের ধারা আসর শোনার জন্য ধন্যবাদ। এ অনুষ্ঠানে আপনাদের কোন মতামত থাকলে আমাদের চিঠি লিখে জানাবেন। আমাদের ইমেইল ঠিকানা হচ্ছে ben@cri.com.cn

ভালো থাকুন সবাই। আবার কথা হবে। (ইয়ু/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040