Web bengali.cri.cn   
স্নাতকদের জন্য গান
  2015-06-22 20:04:11  cri


প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান শুনছেন। এখন শুরু হচ্ছে সঙ্গীতানুষ্ঠান 'সুরের ধারায়'। আর এ অনুষ্ঠানে সুদূর পেইচিং থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি...।

বন্ধুরা, প্রতি বছরের জুন মাসে চীনে মাধ্যমিক স্কুল থেকে উচ্চমাধ্যমিক স্কুলে এবং উচ্চমাধ্যমিক স্কুল থেকে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ মাসের প্রথম দশ দিন চীনের হাজার হাজার পরিবারের মধ্যে শুধু একটি ভাবনাই কাজ করে, আর তা হলো কেমন হবে এ ভর্তি পরীক্ষা? ছেলেরা কীভাবে আরো ভালোভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারে, ইত্যাদি ইত্যাদি?

হ্যাঁ, এ মাসের শেষ দশ দিনের মধ্যে সবাই ধীরে ধীরে এ চিন্তা থেকে মুক্তি পেতে থাকে। কমে যেতে থাকে উদ্বেগও। যারা ভালো পরীক্ষা দেন তারা ভালো স্কুল বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেন। আর যারা ভালো পরীক্ষা দিতে পারেন নি তারা তাদের কাঙ্ক্ষিত প্রত্যাশা থেকে বঞ্চিত হন।

তারপর শুরু হয় বিদায়ের পালা। সেই পুরনো স্কুল, পুরনো বিশ্ববিদ্যালয়, পুরনো সহপাঠী, বন্ধু-বান্ধব সবাইকে বিদায় জানিয়ে শুরু হয় নতুন স্কুল, নতুন বিশ্ববিদ্যালয়ের জীবন। অতীতের সুখ-দু:খ, হাসি-কান্নার অসংখ্য স্মৃতিতে যুক্ত হয় নতুন এক অধ্যায়। আর এভাবেই অস্তিত্বের সাথে মিশে থাকা সেই সম্পর্ক, সেই স্মৃতিও সুদুর অতীত হয়ে যায়।

আজকের 'সুরের ধারায়' আসরে আমরা স্নাতক হওয়া ছাত্রছাত্রীদের কেন্দ্র করে কয়েকটি গান শুনবো। সবার ভবিষ্যত সুন্দর হোক, ভরে উঠুক সফলতায় এই প্রত্যাশা আমার।

বন্ধুরা, প্রথমেই শুনুন 'টাইম মেশিন' নামের গান। গেয়েছেন ও সুর দিয়েছেন চৌ চিয়ে লুন। গানের কথা লিখেছেন ফাং ওয়েন শান।

এ গানটি জাপানের জনপ্রিয় কার্টুন চরিত্র ডোরেমনকে নিয়ে রচিত হয়েছে। টাইম মেশিনের মাধ্যমে ডোরেমনের বয়স্ক মনের কুমারীত্ব বিশ্বে বর্ণনা করা হয়েছে। শুনে মনে হয় চোখ বন্ধ করে জেসমিন ফুলের সুগন্ধমাখা ঘ্রাণ নিচ্ছে এবং অতীতকাল ফিরে যাচ্ছে। এ গানটি যেন ছবির প্রধান চরিত্রের বড় হওয়ার পর তার পছন্দের মেয়েকে দেয়া এক প্রেমপত্র। শুনুন তাহলে।

গানের কথা এমন, আমার কৈশোরের স্বপ্ন হচ্ছে একটি 'টাইম মেশিন' অধিকার করা। আমি ইচ্ছেমতো আনন্দ চিত্তে যেকোনো জায়গায় যেতে পারি। আমাদের সব স্মৃতি ডোরেমনের ব্যাঙের মধ্যে রয়েছে। আমরা বাঁশ দিয়ে তৈরি ফড়িংয়ের মাধ্যমে সেই বন অতিক্রম করি। দরজা খুলে তোমার সঙ্গে ভ্রমণ করবো।

বন্ধুরা, ছোটবেলায় স্কুলে একই টেবিলে বসা সেই সহপাঠীর কথা আপনার মনে আছে? মনে আছে তার মুখ বা মজার কোনো গল্প? এবার শুনুন 'ডেস্কমেট' নামের গান। গেয়েছেন লাও লাং। গানের কথা লিখেছেন এবং সুর করেছেন তার সহপাঠী কাও সিয়াও সোং।

গানের কথা এমন, "আগামীকাল তোমার মনে পড়বে, গতকাল তোমার লেখা ডায়েরির কথা। আগামীকাল তোমার মনে পড়বে, অতীতে প্রায় কান্নাকাটি করতে তুমি। একদিন আমি আগের ছবিগুলো দেখে হঠাত্ তোমার কথা স্মরণ করি। তুমি আমার একই ডেস্কের সহপাঠী ছিলে। কে তোমাকে বিয়ে করেছে? কে তোমার ডায়েরি পড়েছে? কে তোমার লম্বা চুল সাজিয়ে দিয়েছে? কে তোমার জন্য বিয়ের পোশাক তৈরি করেছে? "

1 2
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040