বন্ধুরা, আমার মনে হয়, কেউ তার স্কুল জীবন ভুলে যাবে না, ভুলে যেতে পারবেনা সেই সময়ের সেই স্মৃতিগুলোকে। যখন আমরা স্কুলে লেখাপড়া করতাম, তখন সবসময় খুব তাড়াতাড়ি বড় হবার আশা করতাম। আশা করতাম যদি বড় হই তাহলে বড়দের মতো নিজের ইচ্ছেমতো কাজ করতে পারবো। আর পড়ালেখা করতে হবেনা, পরীক্ষা দিতে হবেনা। কিন্তু যখন বড় হলাম, তখন সত্যিকার অর্থেই বুঝতে পারলাম স্কুলের জীবন কত মজার, কত সহজ, কত আনন্দের । এবার শুনুন 'সেই বছরগুলো' নামের গান। গেয়েছেন হু সিয়া।
গানের কথা এমন, 'আবার সেই সূচনাস্থলে ফিরে গেছি। অসংখ্য স্মৃতি রয়েছে। আজ এ ছেলে এক মেয়ের অভিসারে যাবে। আয়নার সামনে দাঁড়িয়ে লাল রঙের নেকটাই পরছে। বড়দের মতো সুন্দর স্যুট পরছে। তোমার সঙ্গে দেখা করার জন্য অস্থির হয়েছি। সে বছরগুলোতে ফিরে যেতে চাই। আমি তোমাকে বলতে চাই, আমি কখনো ভুলে যাইনি। সে দিন রাতে আকাশভরা তারা ছিল। আমরা আবার মিলিত হলে আমি তোমাকে আলিঙ্গন করবো।
বন্ধুরা, আপনারা চীন আন্তর্জাতিক বেতারের 'সুরের ধারায়' আসর শুনছেন।
মানুষের জীবনে যৌবন ক্ষণস্থায়ী। কিন্তু যৌবনের গান চিরকাল আমাদের মনে থাকবে। এবার শুনুন 'যৌবন স্মরণিকা' নামে গান। গেয়েছেন খ্যমিসিয়াওচি নামে ব্যান্ড।
গানের কথা এমন, 'তোমাকে আমার মন দেবো। এ ভালোবাসা যেকোনো সময় খুললে টাটকা থাকবে। আমি তোমার সঙ্গে থাকলে কষ্টের পরিবর্তে তা মিষ্টি হবে। আমার স্বপ্নে তোমার শুভ কামনা থাকলে কেবল সম্পূর্ণ হবে। ঝড় বৃষ্টি হোক, আমি সাহস নিয়ে সামনে এগিয়ে যাবো। আমাদের ভালোবাসা যৌবনের স্মরণিকায় থাকবে।"
আনন্দের সময় তাড়াতাড়ি চলে যায়। স্কুলের জীবন আমাদের পুরো জীবনের একটি ছোট অংশ মাত্র। স্কুল থেকে বিদায় নিতে না চাইলেও বিদায় নিতে হয়। তারপর শুরু হয় আসল জীবন।
বন্ধুরা, এবার শুনুন 'আমি বিদায়ের কথা বলতে চাই না' নামের গান। গেয়েছেন চীনের মিল্ক কফি নামে ব্যান্ড।
তারা গেয়েছেন, "যখন গাছের পাতা নীরবে ঝরে যায়, তখন শীতকাল এসে যায়। আমি শীতকালের চূড়ান্ত গাছের পাতা দেখেছি। আমি চুপ করে বসন্তকালের অপেক্ষা করি। আমার চোখে সুখের জল আছে। আমি তোমার মুখ মিস করি। আমি বিদায়ের কথা বলতে চাই না। আমি তোমার সঙ্গে থাকতে চাই। সবচেয়ে শীতল ঋতুতে তোমার পাশে ফিরে এসে একসঙ্গে বসন্তকালের অপেক্ষা করবো।"
বন্ধুরা, 'সুরের ধারায়' আসরের শেষে শুনুন 'তোমার সঙ্গে জীবন' নামের গান। গেয়েছেন সুইমুনিয়ানহুয়া নামে ব্যান্ড। চীনের সবচেয়ে বিখ্যাত ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ের স্নাতক ছাত্রদের ব্যান্ড এটি।
গানের কথা এমন, "স্বপ্নে তুমি চলে গেছো দেখে কাঁদতে কাঁদতে আমার ঘুম ভেঙ্গেছে। তুমি আমার ভালোবাসা অনুভব করেছো? আমরা বৃদ্ধ হওয়ার পর তুমি আমার পাশে ফিরে আসবে? কত লোক তোমার জীবনে এসেছিলো, আবার চলে গেলো? কেউ জানে না, আমি আজীবন তোমার পাশে ছিলাম।"
বন্ধুরা, এতক্ষণ আপনারা চীন আন্তর্জাতিক বেতারের 'সুরের ধারায়' আসর শুনলেন। অনুষ্ঠানটি শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন। আবার কথা হবে। (ইয়ু/টুটুল)
| ||||