

সুপ্রিয় শ্রোতা, কেমন লাগলো রোমান্টিক এ গানটি। নিশ্চয় খুব উপভোগ করেছেন। তা হলে এবার পরের গানটি শুনবো আমরা।
'জলিন ছাই' গত ১৫ বছর ধরে চীনের একজন অন্যতম জনপ্রিয় গায়িকা। তার গানগুলোর শৈলী খুব বিচিত্র। এ কারণে তিনি সবসময় ফ্যানদের মধ্যে বিস্ময় সৃষ্টি করেন। আজ আমরা তার 'বলতে চাই তোমাকে ভালোবাসি' গানটি শুনবো।
এ গানটির অর্থ প্রায় এমন,
আমি চমতকৃত হয়েছি;
আমার মনে হয় আমি স্বপ্ন দেখেছি।
স্বপ্নে তোমার উষ্ণতা আমি অনুভব করেছি। আমি নিশ্চিত হয়েছি।
তখন 'আমি তোমাকে ভালবাসি' বলার সাহস পেয়েছি।
প্রথমে আমি দৈবক্রমে তোমাকে দেখতে চাইলাম।
কিন্তু আমার মন তোমার কাছে গেলো।
তুমি আমাকে দেখতে পারোনি তা ভেবে আমার খুশি লাগছে।
আমরা এত পরিচিত হতে পারবো তাও আমি ভাবিনি।
প্রেমে পড়ার সাহসও আমার ছিলো না।
তুমি যে সত্যিই আমাকে মিস করেছো তা আমি নিশ্চিত হতে চাই।
অনেক ভেবেছি আমি;
আজ থেকে আশা করি ভাবনাগুলো সত্যি হবে।
ভালোবাসা ফাঁদের মতো;
কিন্তু আমি ভালোবাসায় বিশ্বাস করতে কোনো সংকোচবোধ করি না।
ইচ্ছা করেই আমাকে বিস্মিত করো তুমি।
আমি আমার প্রেমের সুখকর পরিনতির কথা কল্পনাও করিনি।
সেদিন থেকে আমার চিন্তার পরিবর্তন হয়েছে;
তোমার উত্তর পেয়ে আমার সব সন্দেহ দূর হয়ে গেছে।
ঘুরে ঘুরে ঠিকই আমার 'মিস্টার রাইটের' সাথে দেখা হয়েছে।
সুপ্রিয় শ্রোতা, এবার শুনবেন 'তোমাকে ভালোবাসি' নামের একটি অনিন্দ সুন্দর গান। গানটি গেয়েছেন চীনা নারী কণ্ঠশিল্পী 'ওয়াং সিন লিং'।
এ গানে বলা হয়েছে,
তুমি হঠাত হাঁচি দিলে,
নিশ্চয়ই আমি তোমাকে মিস করার কারণে।
মধ্যরাতে তোমার ফোন বেজে উঠে;
কারণ আমি তোমার ব্যাপারে সচেতন।
তোমার কথা আমি বিশ্বাস করতে চাই।
কিন্তু মাঝে মাঝে সন্দেহ করি!
আমি কি তোমাকে বিরক্ত করতেই শুধু তোমাকে ভালোবাসি!!!
মিষ্টি প্রেমের কথা আরও বেশি বলো আমাকে।
আমাকে মিস করলে কাছে এসে দেখো আমাকে।
ভালোবাসা আরও বেশি প্রকাশ করো;
তাহলে আমি সত্যি বুঝতে পারবো তোমার হৃদয়ের উষ্ণতা।
বিদায়ের কথা কিছু বলো না।
আরও বেশি সময় তোমার সাথে থাকতে চাই।
আমি তোমাকে আরও ভালোবাসতে চাই।

| ||||



