

প্রিয় বন্ধুরা, জেজে লিন সিঙ্গাপুরের গায়ক। তিনি চীনা গান বেশি গেয়েছেন এবং চীনে তিনি অনেক বিখ্যাত। তার বেশ কিছু গান চীনে খুব জনপ্রিয় হয়েছে। তিনি একজন সৃষ্টিশীল গায়ক। তার অনেক গানেই বিস্ময়কর কল্পনা রয়েছে।
তার প্রেমের গানগুলো সবচেয়ে সফল ও জনপ্রিয়। ২০০৯ সালের ভ্যালেন্টাইন ডে'তে তিনি চীনের গায়ক লিয়াও চুনের সঙ্গে 'ভালোবাসার প্রকাশ' নামে একটি গান প্রকাশ করেন। এ গানে বলা হয়, একটি ছেলে ও একটি মেয়ে প্রথম দেখাতেই পারস্পরকে ভালোবেসে ফেলে। অবশেষে সাহস পেয়ে তারা ভালোবাসা প্রকাশ করে।
এবার আরো একটি ভালোবাসার গান শুনুন। এ গানের শিরোনাম 'ভালোবাসার প্রকাশ'। চমতকার এ গানটি গেয়েছেন জেজে লিন।
শ্রোতা, এখন তাহলে শুনুন এ গানটি।
এ গানে বলা হয়েছে,
আমাদের এনকাউন্টার হয়েছিলো।
মনে এক ধরনের হুজুগ সৃষ্টি হয়েছে।
নীরব না থাকার সিদ্ধান্ত নিয়েছি।
কারণ এ ধরনের অনুভূতি কম ছিলো।
আমি তোমাকে চলে যেতে দিতে চাই না;
ভালোবাসা দেখতে দেখতে চলে যেতে দিবো আমরা?
আমরা তো অন্তত কিছু সময় গল্প করতে পারি;
তা হলে কী হয়েছে জানতে পারবো;
সময় নিয়ে স্বপ্নের বিনিময় করি আমরা।
আর চিন্তা করবো না;
তোমাকে সবসময় আমার মনে পড়ে,
সত্যিই আমি তোমাকে ভালবাসি।
কাঁন্নার পর আমরা ভালোবাসা বুঝেছি।
সুখ অনেক দূরে, সে কথা ঠিক নয়;
তোমার কাছে ভালোবাসা প্রকাশ করার সাহস আমি পেয়েছি।

| ||||


-
Weibo
-
QQ
-
-
পরিদর্শনকারী
-
手机登录


