Web bengali.cri.cn   
হাতে হাত রেখে জাতির পুনর্জাগরণের স্বপ্ন খোঁজা---ভারতের ওয়ার্ল্ড এ্যাফেয়ার্স কাউন্সিলে সি চিন পিংয়ের ভাষণ
  2014-09-19 03:17:22  cri

বন্ধুরা,

নব্বই বছর আগে চীনা জনগণের প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর চীন সফর করেছিলেন এবং চীনের মানুষের উষ্ণ অভ্যর্থনা পেয়েছিলেন। চীনের ভূমিতে দাঁড়িয়ে কবি বলেছিলেন, জানি না কেন, কিন্তু চীনে এসে মনে হয় নিজের জন্মস্থানে এসেছি। চীন থেকে ফিরে যাওয়ার আগে তিনি দুঃখের সঙ্গে বলেছিলেন, 'আমার মন চীনে রয়ে গেছে'।

আজকে চীন ও ভারতের যুবকদের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। যুবক যুবতীরা চীন ও ভারতের ভবিষ্যত এবং এশিয়া তথা বিশ্বের আশা। যুবক যুবতীদের মধ্যে কেউ কেউ বাস্তবমুখী, তারা বাস্তবতার ভালমন্দ নিয়ে দুঃখ আনন্দ পায়। কেউ কেউ আদর্শবাদী, তারা বিশ্বাস বা আদর্শ নিয়ে অবিচল থাকে। তোমরা চীন ও ভারতের প্রাচীন সভ্যতা থেকে শেখো এবং আদর্শ বাস্তবায়নের পথে এগিয়ে যাও। আমি আশা করি তোমরা নিজেদের মন পরস্পরের দেশে রেখে হাতে হাত রেখে সুন্দর ভবিষ্যতের জন্য যৌথ প্রচেষ্টা চালিয়ে যাবে।

ভদ্র মহোদয়া ও মহোদয়গণ, বন্ধুরা,

অবশেষে আমি বলতে চাই, চীনা মানুষ মনে করেন 'নিজে দাঁড়াতে চাইলে অন্যকে আগে দাঁড়াতে দিতে হবে; নিজে যেভাবে সমৃদ্ধ হতে চাই, আগে অন্য মানুষকে তেমনভাবে সমৃদ্ধ করতে হবে'। চীনা মানুষরা নিজের উন্নয়নের সঙ্গে সঙ্গে ভারতের উন্নয়ন ও সমৃদ্ধি দেখতে চায়। ভারতীয় জনগণের সমৃদ্ধ হওয়ার পথে চীনা জনগণও সঙ্গী হিসেবে থাকতে চায়। মানবজাতি'র সভ্যতার উন্নয়নে চীন ও ভারতের জনগণ গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। তারা সম্মিলিতভাবে এশিয়া তথা বিশ্বের উন্নয়নে আরো বেশি অবদান রাখতে পারবে বলে আমার দৃঢ় বিশ্বাস রয়েছে।

ধন্যবাদ।


1 2 3 4 5 6 7
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040