Web bengali.cri.cn   
হাতে হাত রেখে জাতির পুনর্জাগরণের স্বপ্ন খোঁজা---ভারতের ওয়ার্ল্ড এ্যাফেয়ার্স কাউন্সিলে সি চিন পিংয়ের ভাষণ
  2014-09-19 03:17:22  cri

চীনা জাতি প্রাচীন কাল থেকে শিক্ষাকে গুরুত্ব দেয়, 'ব্যাপক পরিদর্শনের পর অল্প গ্রহণ করা এবং সমৃদ্ধি অর্জনের পর অল্প দিয়ে কাজ করা', 'তিন জন একসাথে গেলে অবশ্যই একজন শিক্ষক থাকবে। তার ভালো দিক অনুসরণ করবো, মন্দ দিক সংস্কার করবো' এবং 'ব্যাপক বিদ্যা শেখা, যত্নের সাথে প্রশ্ন ও চিন্তা করা, পরিষ্কারভাবে পার্থক্য করা এবং দৃঢ়ভাবে কার্যকর করা' এর সমর্থন করে। এ শিক্ষাগুলোর মর্ম থেকে অনেক উপকার হয়েছে বলে চীনা জাতি কয়েক হাজার বছর ধরে প্রাণবন্ত রয়েছে। আমি সবসময় জোর দিয়ে বলি, চীনকে বড় দেশের কাছ থেকে শিক্ষাগ্রহণ করতে হবে, অহংকার ও আত্মসন্তুষ্টি থাকা যাবে না, ভুয়া গর্ব করা যাবে না, বিনয়ী ও পরিশ্রমী হবার শিক্ষাগ্রহণ করতে হবে, নিজের অভাবের দিক পূরণের জন্য সবসময় প্রচেষ্টা চালাতে হবে।

চীনা জাতি সবসময় আত্মীয়স্বজন ও প্রতিবেশীকে গুরুত্ব দেয়। প্রতিশ্রুতি পালন করা এবং প্রতিবেশী দেশের সঙ্গে সম্প্রীতি বজায় রেখে বসবাস করা হচ্ছে চীনের সবসময়ের পররাষ্ট্র নীতি। চীন নিকটবর্তীকে নিরাপদে রাখা এবং এটিকে উন্নয়ন ও সমৃদ্ধ হওয়ার ভিত্তি মনে করে। আমরা আন্তরিকতা, সরলতা, সুবিধা ও সহিষ্ণুতা এর নিকটবর্তী পররাষ্ট্র ধারণা উত্থাপন করেছি। অর্থাত্ আমরা সদিচ্ছা নিয়ে প্রতিবেশীদের সঙ্গে সহাবস্থান করতে, একনিষ্ঠ অভিন্ন উন্নয়ন করতে, হাতে হাত রেখে সহযোগিতা সম্প্রসারণ করতে এবং একসাথে উন্নয়নের সুফল উপভোগ করতে চাই।

১৩০ কোটি জনসংখ্যার অধিকারী দেশ হিসেবে চীন কয়েক দশক সময় দিয়ে শিল্পোন্নত দেশের কয়েক শ বছরের উন্নয়নের প্রক্রিয়া অতিক্রম করেছে। এটা হচ্ছে ঐতিহাসিক কৃতিত্ব। এর পাশাপাশি, আমরা স্পষ্টভাবে উপলব্ধি করেছি, চীন এখনো বিশ্বের বৃহত্তম উন্নয়নশীল দেশ। দেশটি এখনো সমাজতন্ত্রের প্রথম পর্যায়ে রয়েছে। চীনের অর্থনীতির মোট পরিমাণ অনেক বড় হওয়ায় ১৩০ কোটি জনসংখ্যার মাথাপিছু জিডিপি দাঁড়ায় বিশ্বের ৮০তম স্থানে। ১৩০ কোটি জনসংখ্যার ভালো জীবনের জন্য আরো কঠোর, দীর্ঘ পরিশ্রম দরকার।

অপেক্ষাকৃত দীর্ঘমেয়াদে চীনের প্রধান কর্তব্য হচ্ছে অর্থনীতির কাঠামো নির্মাণ এবং অর্থনৈতিক উন্নয়নের ভিত্তিতে সমাজের সার্বিক অগ্রগতি বাড়ানো। নিজের উন্নয়নের লক্ষ্য নির্ধারণ করেছে চীন। তা হলো, ২০২০ সালের মধ্যে জিডিপি এবং শহর ও গ্রামবাসীর মাথাপিছু আয় ২০১০ সালের তুলনায় দ্বিগুণ করা, সার্বিকভাবে সচ্ছল সমাজ প্রতিষ্ঠা করা, এ শতাব্দীর মাঝামাঝি সময়ে সমৃদ্ধ, গণতান্ত্রিক, সভ্য ও সুষম সমাজতান্ত্রিক আধুনিক দেশ গঠন করা। আমরা এ লক্ষ্যকে চীনা জাতির মহান পুনর্জাগরণের চীনের স্বপ্ন বলে থাকি।

চীনের স্বপ্ন বাস্তবায়নের জন্য দেশে দীর্ঘমেয়াদী শান্তিপূর্ণ স্থিতিশীল পরিবেশ দরকার। চীন শান্তিপূর্ণ উন্নয়নের পথে অবিচল থাকলেই চীনের উন্নয়নের এ লক্ষ্য বাস্তবায়িত হতে পারে। চীনা জনগণ নিকট অতীতে শত বছর ব্যাপী যুদ্ধের বেদনামূলক ইতিহাসের সাক্ষী। আমরা কোনভাবে আর কোথাও এমন বিয়োগান্তক নাটক দেখতে চাই না। 'যে জিনিস নিজে চাই না, তা অন্যকে জোর করে চাপিয়ে দেয়া উচিত না'। চীন শান্তির প্রতি শ্রদ্ধাশীল। তাই শান্তি রক্ষায় চীন অটল, দৃঢ়প্রতিজ্ঞা।

1 2 3 4 5 6 7
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040