Web bengali.cri.cn   
হাতে হাত রেখে জাতির পুনর্জাগরণের স্বপ্ন খোঁজা---ভারতের ওয়ার্ল্ড এ্যাফেয়ার্স কাউন্সিলে সি চিন পিংয়ের ভাষণ
  2014-09-19 03:17:22  cri

ভদ্র মহোদয়া ও মহোদয়গণ, বন্ধুরা,

নেপাল থেকে মালদ্বীপ, আফগানিস্তান থেকে বাংলাদেশ, দক্ষিণ এশিয়ার জনগণের সুন্দর জীবনের সদিচ্ছা, দেশ পুনরুত্থানের অন্বেষণ থেকে দক্ষিণ এশিয়ার উন্নয়নের উজ্জ্বল ভবিষ্যত সম্ভাবনা প্রদর্শিত হয়েছে।

আমি বিশ্বাস করি, দক্ষিণ এশিয়া ভরসাপূর্ণ এবং সুপ্ত শক্তির অসীম এক উপমহাদেশ, এ অঞ্চলটি এশিয়া তথা বিশ্বের নতুন অর্থনৈতিক প্রবৃদ্ধির মেরু হতে পারে।

এক শান্তিপূর্ণ স্থিতিশীল ও সমৃদ্ধ উন্নয়নের দক্ষিণ এশিয়া এ অঞ্চলের দেশ ও জনগণের স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ এবং চীনের স্বার্থের সঙ্গেও সংগতিপূর্ণ। চীন দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে সম্প্রীতির সাথে বসবাস করতে চায়, দক্ষিণ এশিয়ার উন্নয়নের জন্য অবদান রাখতে চায়।

চীন 'এক অঞ্চল এক সড়ক' প্রস্তাব উত্থাপন করেছে, এর উদ্দেশ্য হচ্ছে ঐতিহাসিক স্থল ও সামুদ্রিক রেশম পথের বরাবর দেশগুলোর যোগাযোগ জোরদার করা, অর্থনৈতিক সমৃদ্ধি, বাণিজ্যের পারস্পরিক পরিপূরকতা ও জনগণের মনের সংযোগ বাস্তবায়ন করা। চীন আশা করে, 'এক অঞ্চল এক সড়ক' দুই পাখায় ভর করে দক্ষিণ এশীয় দেশগুলোর সাথে উত্থান বাস্তবায়ন করবে।

চীন ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ হচ্ছে গুরুত্বপূর্ণ সহযোগিতার অংশীদার। যে বিশাল ধনভাণ্ডার খননের অপেক্ষায় রয়েছে, তা দিয়ে চীন ও দক্ষিণ এশিয়ার সহযোগিতাকে বর্ণনা করা যায়। চীন দক্ষিণ এশীয় দেশগুলোর সঙ্গে হাতে হাত রেখে পরবর্তী পাঁচ বছরের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যিক পরিমাণ ১৫০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করবে, দক্ষিণ এশিয়ায় চীনের বিনিয়োগের পরিমাণ ৩০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করবে, দক্ষিণ এশীয় দেশগুলোকে ২০ বিলিয়ন মার্কিন ডলার সুবিধাজনক ঋণ দেবে। পরবর্তী পাঁচ বছর চীন দক্ষিণ এশিয়াকে দশ হাজার বৃত্তি প্রদান করবে, পাঁচ হাজার প্রশিক্ষণের সুযোগ দেবে, পাঁচ হাজার যুবককে বিনিময় ও প্রশিক্ষণের সুযোগ দেবে, পাঁচ হাজার চীনা ভাষার শিক্ষক প্রশিক্ষণ দেবে। চীন দক্ষিণ এশীয় দেশগুলোর সঙ্গে চীন-দক্ষিণ এশিয়ার প্রযুক্তি সহযোগিতার অংশীদার পরিকল্পনা কার্যকর করবে, চীন-দক্ষিণ এশিয়া মেলার ভূমিকা পালন করবে, পারস্পরিক উপকারিতামূলক সহযোগিতার নতুন প্লাটফর্ম প্রতিষ্ঠা করবে।

চীন হচ্ছে দক্ষিণ এশিয়ার বৃহত্তম প্রতিবেশী। ভারত হচ্ছে দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ। চীন ভারতের সাথে এ অঞ্চলের উন্নয়নে আরো বেশি অবদান রাখতে চায়, যাতে হিমালয় পর্বতের দু'পারের ৩০০ কোটি জনগণ একসঙ্গে শান্তি, মৈত্রী, স্থিতিশীলতা ও সমৃদ্ধি উপভোগ করতে পারে।

1 2 3 4 5 6 7
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040