Web bengali.cri.cn   
সাত সাগর কন্যা
  2013-03-14 09:00:30  cri

প্রচন্ড রকম রেগে গেল রাজার উপর, সবাই মিলে ভেসে উঠলো উপরে। রাজার নৌকা দিল ফুটো করে। ব্যাস সাগরের উত্তাল ঢেউয়ের তোড়ে রাজা, মন্ত্রী, প্রহরীসহ সকলেরই সলিল-সমাধি ঘটল ঐ সাগরে।

এরপর রাজার গলায় ছিল মুক্তার মালা, প্রথমে সেই মালাটা উদ্ধার করলো তারা। তারপর ছয়বোনের বড় বোন মালা থেকে একটি মুক্তো খুলে বাইহাইয়ের মুখে পুরে দিল আর একটি মুক্তো গুঁড়ো করে ছড়িয়ে দিল তীরবিদ্ধ ক্ষতস্থানে।

একমিনিট দুই মিনিট যায়, অতপর বাইহাই চোখ খুললো। সে বেচে উঠল।প্রাণ ফিরে পেয়েছে। সাগর কন্যারা বাকি মুক্তোগুলো ছড়িয়ে দিল সাগরতলের সবুজ ঘাসের ওপর। সঙ্গে সঙ্গে মুক্তোরদানাগুলো সবুজ হয়ে গেল।

সেদিন থেকে সাগরজলের সবুজ রঙের একধরনের ঘাসফুল দেখা যায়। মাঝে মাঝে এই ঘাসফুল ভেসে ওঠে সাগরজলে। আর কারও যদি ঘাড় ফুলে ঢোল হয় তারা এই সাগরের ঘাসফুল খায় আর তাদের কখনোই গলগন্ড রোগ হয় না। (ইয়ু / লিপন)


1 2 3 4 5
মন্তব্য
লিঙ্ক