Web bengali.cri.cn   
সাত সাগর কন্যা
  2013-03-14 09:00:30  cri

একদিন এক খবর এলো যে, দেশের রাজার গলা ফুলে ঢোল হয়েছে, সে কোনো কথা বলতে পারছে না, কাজ করতে পারছে না। রাজ ঘোষণা দিয়েছে যে ব্যক্তি তার গলা ভাল করে দিতে পারবে তাকে দশহাজার মুদ্রা এবং রাজপ্রাসাদে একটি লোভনীয় চাকরিও দেওয়া হবে তাকে। এই কথা শুনে ছোটভাই বাইশান ছুটে আসে বাইহাইয়ের কাছে-

বাইশান: খবর শুনেছিস, রাজার গলা ফুলেছে আর সে তার চিকিত্সার জন্য দশহাজার টাকা পুরস্কার ঘোষণা করেছে, সাথে রাজপ্রাসাদের দামী একটা চাকরি। ভাই তুই তুই এখনই মালাটি নিয়ে চলে যা। রাজার চিকিত্সা কর। পুরস্কার পেলে আমাদের কষ্ট করে আর মাছ ধরতে হবে না। ভাই তুই এখনই চলে যা।

বাইহাই: (কিছুক্ষণ চুপ থেকে) ভাই, আমার তো বেশি টাকা পয়সার প্রয়োজন নেই। দরিদ্র মানুষদের সেবা করছি, তাদের অসুখ বিসুখ ভাল করে দিচ্ছি তাতে যে কি সুখ তা কি আর টাকা দিয়ে অর্জন করা যাবে? আমার টাকার প্রয়োজন নেই। আমি সেখানে যাবো না।

বাইশান: কাজটা কিন্তু তুই মোটেই ভাল করিস নি। এমন সুযোগ কে কবে হাতছাড়া করেছে। ঠিক আছে তুই তোর মত থাক আর আমি আমার মত।

এই কথা বলে বাইশান চলে যায়। মনে মনে সে ঠিকই টাকার লোভ করতে থাকে । সেদিন রাতে ভাইয়ের মুক্তোর মালাটি চুরি করে নিয়ে চলে যায় রাজার কাছে। রাজার অসুখ সে সারিয়ে তুলবেই। অন্যদিকে পরদিন সকালে বাইহাই মালাটি খুঁজে না পেয়ে বুঝতে পারে যে এ তার ভাইয়ের কান্ড। পরিমরি করে ছুটে যায় রাজপ্রাসাদের দিকে। সেখানে রাজপ্রাসাদের সামনে দেখা পেল বাইশানের। দেখে এক মস্ত হাতির পিঠে, ঝলমলে রাজকর্মচারীর পোশাক পরে, মাথায় ময়ুরের পালক-গোজাঁ পাগড়ি পড়ে বীরের মতো বসে আছে।

বাইহাই: ভাই, ভাইজান, আমার মুক্তোর মালাটা কোথায়? ওটা আমাকে ফিরিয়ে দাও।

বাইশান: ছোটভাই মন খারাপ করোনা, মালাটি দিয়ে রাজার গলার অসুখ ভাল করেছি, আর ওটাতো আমি রাজাকে উপহার দিয়ে দিয়েছি।

বাইহাই: কী বলছো তুমি! ওটাই আমার একমাত্র মালা যা দিয়ে অসহায় মানুষের সেবা করি, পরের উপকার করি, যাও ওটা নিয়ে আস এক্ষুণি।

বাইশান: অসম্ভব। উপহার দেয়া জিনিষ কি কখনো ফিরিয়ে আনা যায়! আমি তা পারবো না। আমার সে সাহস নেই।

বাইহাই: তোমাকে তা পারতেই হবে। আর তুমি না পারলে আমি নিজেই যাচ্ছি।

এই বলে বাইহাই স্বার্থপর ভাইয়ের কথা শুনলো না। দ্রুত চলে গেল রাজারপ্রাসাদের ভিতর। কারও কথা শুনলো না, কারো বাধাও মানলো না, কারো দিকে না তাকিয়ে সোজা চলে গেলো রাজার সামনে। রাজা উপস্থিত তবে কিছুটা অন্যমনস্ক ছিল। কোনো রকম ভান-ভণিতা না করেই বাইহাই বলল-

বাইহাই: মহামান্য রাজা আমার মুক্তোর মালাটা ফিরিয়ে দিন আমাকে।

রাজা: কে তুমি? কোন মালা, কিসের মালা চাইছ তুমি আমার কাছে?

বাইহাই: যে মালাটা আপনাকে উপহার দেওয়া হয়েছে সেই মালাটা আমি ফেরত চাইছি।

রাজা: সেটা তুমি ফেরত চাইবার কে?

বাইহাই: কারণ আর কিছু নয়। হারটা আমার আর বাইশান আমার ভাই, সে ওটা চুরি করে আপনার কাছে নিয়ে এসেছে। কিছু সুযোগ সুবিধা পাবে বলেই সে মালাটা আপনাকে উপহার দিয়েছে। আমি আপনার কাছে সুবিচার আশা করছি মহামান্য রাজা।

1 2 3 4 5
মন্তব্য
লিঙ্ক