Web bengali.cri.cn   
সাত সাগর কন্যা
  2013-03-14 09:00:30  cri

কন্যা: তোমাকে এভাবে ডাকার জন্য আমার দুঃখিত। আমরা এই ছোট্ট সাগর কন্যার ছয় বোন, শুনেছি ও পথ হারিয়ে গেলে তুমিই তাকে আমাদের বাড়িতে পৌঁছে দিয়েছ। তোমার এই উপকারে আমরা ভীষণ খুশি হয়েছি। ছোটো বোনটিকে ফিরিয়ে দিয়েছ বলে তোমার প্রতি আমরা কৃতজ্ঞ, তুমি দয়া করে আমাদের এই ছোট্ট উপহারটি গ্রহণ কর।

বাই: (নিজ মনে) বাহ! কী ভীষণ সুন্দর একটি মুক্তো, ভারি স্বচ্ছ আর উজ্জ্বল আলোর দ্যুতি ছড়িয়ে দিচ্ছে যেন চারদিকে। নিশ্চয়ই অনেক মূল্যবান হবে এটি। (বোনদেরকে) না না এই মুক্তো আমি নিব না, এটা নিয়ে আমার লাভ কী, করবো টাই বা কী?

কন্যা: (খিল খিল করে হাসছে)

বাই: ( নিজ মনে) আহ কী মিস্টি হাসি, হাসিতেও যেন মুক্তো ঝরে। এত সুন্দর মানুষ হয় নাকি কখনো?

কন্যা: তুমি এটা গ্রহণ না করলে আমরা খুব কষ্ট পাব। তাছাড়া এটা সাধারণ কোনো মুক্তা নয়, এটা দিয়ে তুমি গলা ফোলা, ঘাড় ব্যথা থেকে শুরু করে সবধরনের জটিল রোগ ভাল করতেও পারবে। দয়া করে তুমি নাও এটা।

বাইহাইয়ের যেন হঠাত্ কি হয়ে গেলো। সে যেন প্রায় কেড়েই নিল মুক্তোটি। মনে মনে ভাবল যে তার ভাইয়ের গলা ব্যথা। সাতটি মুক্তা জোড়া দিয়ে একটি মালা বানিয়ে এই মুক্তা দিয়েই ভাইকে ভালকরে তুলবো। ছয় বোনদেরকে বার বার ধন্যবাদ জানিয়ে দ্রুত নৌকা চালিয়ে বাড়িতে চলে আসে। তখন রাত হয়ে গেছে। এসে দেখে বাইশান অন্ধকারে বিছানায় শুয়ে গলা ব্যথা আর যণ্ত্রণায় কাতরাচ্ছে। তাড়াতাড়ি বাইশানের গলায় মুক্তোর মালা পরিয়ে দিল। আর দেখতে দেখতে ক'দিনের মধ্যেই গলা ফোলা আর ঘাড় ব্যথা ভাল হয়ে গেল। আবার আগের মতোই মাছ ধরে ভালোয় ভালোয় কেটে যাচ্ছিল দিন। তবে বাইহাই কিন্তু ঐ মুক্তোর মালার কল্যানে এলাকায় এক মস্তবড় ডাক্তার বনে গেল। দুস্থ, অসহায়, গরীব যে কেউ বাইহাইয়ের কাছে এসে অসুখের কথা বললে তত্ক্ষনাত মুক্তোর মালার সাহায্যে তাকে সুস্থ করে দেয়া হয়। আর বাইহাই এটা করে বিনা খরচে। তার একটাই যুক্তি সাতকন্যা তাকে এটি উপহার দিয়েছে, এটা দিয়ে তো আর ব্যবসা করা চলে না। দূর-দূরান্ত থেকে রোগী আসতে থাকে। দিনে দিনে রোগীর লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হতে থাকে। দিনের বেলা তাই আর মাছ ধরতে পারে না। কারন রোগী দেখেই শেষ করতে পারে না। রাতে কেবল একবেলা অল্প সময়ের জন্য মাছ ধরতে পারে, আর তাতেও সে প্রচুর মাছ পায়। বাইহাই ভাবল কি ব্যাপার আগে সারাদিন মাছধরেও এত মাছ পেত না আর এখন রাতে কেবল একবার জাল ফেললেই সারাদিনের মাছ একবারে পেয়ে যাচ্ছে আর এটা ঘটছে প্রতিদিন। ব্যাপারটা বোঝার জন্য একদিনে সাগরের নীল জলে ঝাপ দিয়ে পানি নিচে গিয়ে আবিস্কার করা গেল যে, ঐ যে ছোট্ট খুদে সাগর-কন্যা সে প্রতিদিন অনেক মাছ তাড়াকরে নিয়ে আসে বাইহাইয়ের জালে নিচে। বাইহাইও ব্যাপারটা বুঝতে পেরে দারুন খুশী। এভাবেই সুখে দিন কেটে যাচ্ছিল। দিনের বেলা বিনা পয়সায় রোগী দেখা আর রাতের বেলা মাছ ধরা। কিন্তু বিনে পয়সায় রোগী দেখার বিষয়টি অন্য ভাই বাইশান কখনোই মানতে পারেনি।

1 2 3 4 5
মন্তব্য
লিঙ্ক