Web bengali.cri.cn   
সাত সাগর কন্যা
  2013-03-14 09:00:30  cri

 অনেক দিন আগের কথা। নীল সাগর পাড়ে থাকতো দুই ভাই। দুজনের মধ্যে ছিল ভারী মিল। একজনের নাম বাইহাই আর অন্যজনের নাম বাইশান। ওরা মাঝ-দরিয়ায় মাছ ধরত। নীল নীল ঢেউয়ের চূড়ায় নৌকা দুলত আর ওরা জাল ফেলে মাছ ধরতো। এভাবেই তাদের দিন সুখে-শান্তিতে কেটে যাচ্ছিল। কিন্তু একদিন-

আকাশে অনেক কাল মেঘ, ঝড়ের মতো হাওয়া বইছে আর এরমধ্যে বাইহাই একা একা মাছ ধরছে। কারণ বাইশানের শরীর খুবই খারাপ, গলা আর ঘাড় ফুলে ঢোল হয়ে গছে তার। খুব কষ্ট পাচ্ছে সে, তাই আজকে সে মাছ ধরতে গেল না। বাইহাই একা একা উত্তাল ঢেউয়ের বুকে একের পর জাল ফেলেই যাচ্ছে। কিন্তু আজ তাঁর কপাল খারাপ। জালে কোনো মাছই ধরা পড়ছে না। সকাল গড়িয়ে দুপুর আর দুপুর গড়িয়ে সন্ধ্যা তবু জালে কোনো মাছের দেখা নাই। বাইহাই-এর শরীর ক্লান্তিতে অবশ হওয়ার দশা। কিন্তু সে অবাক হয়ে ভাবছে এমনতো কখনো হয় না। সাগর বুকে সারাদিন জাল ফেলেও মাছ পাওয়া যাবে না এটাতো হতে পারে না। এরপর সে ভাবল যে এইটাই শেষ, আর শেষবারের জন্য জাল ফেলল। ধীরে ধীরে জাল টেনে তুলল কিন্তু এবারেও কোনো মাছ নেই। তবে ছোট্ট অথচ খুবই সুন্দর একটি ঝিনুক উঠেছে তার জালে। ঝিনুকটা হাতে নিতেই খুলে গেল আর ঝলমলে মণি-মুক্তার আলোর বন্যা ছড়িয়ে পড়লো যেন চারিদিকে। সেখান থেকে বের হয়ে আসল এক পরমা সুন্দরী ছোট্ট একটা মেয়ে। বাইহাই তো অবাক! একী কাণ্ড! কোথায় উঠবে মাছ তা নয় উঠলো গিয়ে এক ছোট্ট খুদে ঝিনুক-কন্যা।

বাইহাই: কে তুমি? কে তুমি কন্যা?

কন্যা: আমি সাগর-কন্যা। আমরা ছয় বোন। আমি হচ্ছি সবচেয়ে ছোট, খুদে কিন্তু সবার আদুরে। জানো, সাগরতীরে ছয়বোন ঘুরতে বেরিয়েছিলাম। কিন্তু কখন যেন আমি দলছুট হয়ে হারিয়ে গেছি। বাড়ি ফেরার পথ খুঁজে পাচ্ছিনা কিছুতেই। কী করে যে বাড়ি ফিরব বুঝতে পারছি না। তুমি আমায় একটু সাহায্য করো না ভাইয়া।

বাইহাই: ঠিক আছে, তা না হয় করলাম। কিন্তু আমি তোমাদের বাড়ি চিনবো কিভাবে? কোথায় তোমাদের বাড়ি।

কন্যা: তুমি কিছু ভেবনা, আমি যেভাবে বলবো, তুমি সেভাবে আমাকে নিয়ে চল।

সাগর-কন্যার কথামতো দূর সাগরের নীল জলের ধারা, সেখানেই তার বাড়ি, বাড়ির খুঁদে কন্যাকে রেখে, ছেলেটি আবার বাড়ির পথে রওনা হলো। তার মনে পড়ল যে, বাড়িতে তার ভাই অসুস্থ একা, সারাদিন কিছুই খায়নি। দ্রুত তার কাছে যাওয়া উচিত আর সেবা করা উচিত। এইসব ভাবতে ভাবতে বাইহাই নৌকা চালিয়ে ফিরছিল, হঠাত্ পিছন থেকে ডাক শুনতে পেল।

কন্যা: (দূর থেকে) জেলে ভাইয়া, জেলে ভাইয়া, দয়া করে আর একটু দাঁড়াও না।

বাই: (দূর থেকে) ঠিক আছে, আমি নৌকা থামাচ্ছি। কিন্তু তাড়াতাড়ি আস আমার সময় খুব কম। (দূর থেকে দেখে বলছে) বাহ! কি অপূর্ব! ছোট সাগর-কন্যা তার ছয় বোনকে নিয়ে আসছে। সবার পরনে কি ঝলমলে রঙিন পোশাক, মাথায় মণি-মুক্তা খচিত মুকুট, আলোর ঝিলিকে সাগরের নীল জল যেন সোনালী জল হয়ে গেল মূহুর্তেই। (কাছে এসে) এই যে বলতো সাগর কন্যা কি হয়েছে? কেন আমাকে পিছন থেকে ডাকলে?

1 2 3 4 5
মন্তব্য
লিঙ্ক