Web bengali.cri.cn   
চীনের ক্ষুদ্র চলচ্চিত্র উত্সব: তরুণদের স্বপ্ন পূরণের এক নতুন প্লাটফর্ম
  2015-11-12 15:02:06  cri

সৃজনশীলতা হলো সাংস্কৃতিক শিল্পের ভিত্তি এবং সংমিশ্রণ ঘটনা হলো পর্যটন শিল্পের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এবারের ক্ষুদ্র চলচ্চিত্রের উত্সব হলো শিফোং পৌর শহরের সাংস্কৃতিক পর্যটন শিল্পের সৃজনশীল উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ প্রচেষ্টা।

শহরটির মেয়র বি লি ফু অনুষ্ঠানে তার ভাষণে ভবিষ্যতে ক্ষুদ্র চলচ্চিত্র শিল্পকে বড় করে তোলার প্রতিজ্ঞা ও আস্থা প্রকাশ করেন।

তিনি বলেন, 'চীনের আন্তর্জাতিক ক্ষুদ্র চলচ্চিত্র উত্সব ক্ষুদ্র চলচ্চিত্রকে বিশ্বের বিভিন্ন জায়গায় এবং বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয় করে তোলার একটি প্লাটফর্ম। শিফোং শহর এবারের উত্সবকে কাজে লাগিয়ে এই শহরকে চীনের মাইক্রো চলচ্চিত্র শিল্পের নেতৃত্বাধীন শহর হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা চালাবে'।

শিল্পের এক নতুন রূপ হিসেবে ক্ষুদ্র চলচ্চিত্র শিল্পের সৃজনশীলতা অন্বেষণ করার সঙ্গে সঙ্গে সংস্কৃতি ও পর্যটন সম্প্রচার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

ক্ষুদ্র চলচ্চিত্র উত্সবের মতো উচ্চ মানসম্পন্ন এমন একটি আন্তর্জাতিক প্লাটফর্ম ব্যাপকভাবে শিফোং শহরের মর্যাদা বাড়াতে সক্ষম বলে মনে করা হচ্ছে।

ক্ষুদ্র চলচ্চিত্র দৈর্ঘ্যে অনেক ছোট হলেও এর বিষয়বস্তুর গভীরতা বিশাল। শিফোং শহরের সাংস্কৃতিক পর্যটন শিল্পের জন্য এই উত্সব অবশ্যই উজ্জ্বল একটি ভবিষ্যত তৈরি করবে বলে আশা করা হচ্ছে।

'আলোছায়া' পরিবেশনায় লিলি লাবণ্য ও এনামুল হক টুটুল।


1 2 3 4 5 6
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040