Web bengali.cri.cn   
চীনের ক্ষুদ্র চলচ্চিত্র উত্সব: তরুণদের স্বপ্ন পূরণের এক নতুন প্লাটফর্ম
  2015-11-12 15:02:06  cri

তিনি বলেন, 'ক্ষুদ্র চলচ্চিত্রের তেমন বেশি বাণিজ্যিক মূল্য নেই। বিশেষ করে আমার মতো স্কুল থেকে সদ্যসমাপ্ত স্নাতক ডিগ্রি পাওয়া ছাত্রের জন্য ক্ষুদ্র চলচ্চিত্র নির্মাণ করা একটি স্বপ্নের মতো'।

লি শান মেই চীনের ইয়ুন নান প্রদেশের শাও থোং থেকে এসেছেন। লি চি উইয়ের তুলনায় তিনি একটু ভিন্ন। তার নির্মিত ক্ষুদ্র চলচ্চিত্রটি জন্মস্থানের প্রতি নিজের গভীর ভালোবাসায় ভরপুর। এবার তিনি 'রিজোমা গ্যাস্ট্রোডাইয়ের পিতা' নামে একটি শিল্পকর্ম নিয়ে প্রতিযোগিতায় অংশ নেন। তার এই শিল্পকর্মে তিনি তার জন্মস্থানের মানুষের দারিদ্রমুক্ত হওয়ার কাহিনী তুলে ধরেন।

উল্লেখ্য, রিজোমা গ্যাস্ট্রোডাই হলো এক ধরনের উদ্ভিদ এবং তা চীনা ঔষধ হিসেবে ব্যবহার করা হয়।

লি শান মেই মনে করেন, এই উত্সবে পুরস্কার পাওয়ার চেয়ে অংশ নিতে পারাটাও ভীষণ আনন্দের। তিনি বলেন, 'মাইক্রো চলচ্চিত্র এখন যুগের প্রবণতা। এই প্রতিযোগিতায় অংশ নিয়ে আমি আমার জন্মস্থানকে প্রচার করেছি বলে আমি খুব খুশি'।

এবার মোট এক হাজারেরও বেশি শিল্পকর্ম ক্ষুদ্র চলচ্চিত্র প্রতিযোগিতায় অংশ নেয় এবং অবশেষে ২০টিরও বেশি শিল্পকর্ম চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেয়। এসব শিল্পকর্মের অধিকাংশ পরিচালকই হচ্ছেন তরুণ। সর্বশেষ প্রতিযোগিতায় অংশ নেয়া শিল্পকর্মের বিষয়বস্তু মূলত মায়ামমতার বন্ধনকে কেন্দ্র করে গড়ে উঠেছে।

1 2 3 4 5 6
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040