Web bengali.cri.cn   
চীনের ক্ষুদ্র চলচ্চিত্র উত্সব: তরুণদের স্বপ্ন পূরণের এক নতুন প্লাটফর্ম
  2015-11-12 15:02:06  cri

চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)-র মহাপরিচালক ওয়াং কেং নিয়েন আয়োজকদের প্রতিনিধি হিসেবে এবারের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং ভাষণ দেন। শিল্পের উন্নয়নের জন্য ক্ষুদ্র চলচ্চিত্র উত্সবের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি।

তিনি বলেন, '২০১২ সালের পর থেকে চীনের আন্তর্জাতিক ক্ষুদ্র চলচ্চিত্রের প্রতিযোগিতা নতুন প্রজন্মের মিডিয়া ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করে আসছে। শিল্পের প্রকাশ ও নতুন মিডিয়া শিল্পের উন্নয়নে তারা ইতিবাচক ভূমিকা পালন করে থাকেন। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা ক্ষুদ্র চলচ্চিত্রাঙ্গনের অনেক শ্রেষ্ঠ শিল্পকর্ম উপভোগ করতে পারি। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা তরুণ পরিচালকদের সৃজনশীলতা ও আন্তরিকতা অনুধাবন করতে পারি। এর মাধ্যমে আমরা তাদের শক্তিশালী দায়িত্ববোধ দেখতে পাই'।

ক্ষুদ্র চলচ্চিত্র উত্সবে অনেক প্রতিভাবান তরুণ-তরুণী উপস্থিত ছিলেন। তাদের মধ্যে কোনো কোনো ব্যক্তি ভীষণ পেশাদার, কোনো কোনো ব্যক্তি অপেশাদার। তাদের অভিজ্ঞতা ভিন্ন হলেও চলচ্চিত্রের প্রতি তাদের গভীর আগ্রহ অভিন্ন।

লি চি উই পেইচিং ফিল্ম একাডেমি থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। একাডেমিতে পড়াশোনার সময় ক্ষুদ্র চলচ্চিত্র নিয়ে তার মধ্যে অনেক ভালো চিন্তাভাবনা তৈরি হয়। তবে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য স্নাতক ডিগ্রি লাভের পর তিনি বাণিজ্যিক বিজ্ঞাপনের পরিচালক হিসেবে কাজ করা শুরু করেন।

বহু বছর অপেক্ষার পর তিনি ক্ষুদ্র চলচ্চিত্র উত্সবে নিজের স্বপ্ন বাস্তবায়ন করতে সক্ষম হন। তিনি অনেক উদ্দীপ্ত হয়ে পড়েন।

1 2 3 4 5 6
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040