Web bengali.cri.cn   
চীনের ক্ষুদ্র চলচ্চিত্র উত্সব: তরুণদের স্বপ্ন পূরণের এক নতুন প্লাটফর্ম
  2015-11-12 15:02:06  cri



চীনের সবচেয়ে আকর্ষণীয় এবং মিডিয়ার সবচেয়ে প্রভাবসম্পন্ন বার্ষিক ক্ষুদ্র চলচ্চিত্র উত্সব (মাইক্রো ফিল্ম) গত ৩০ অক্টোবর ইনার মঙ্গোলিয়ার শিফোং শহরের ক্রীড়া কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

বিশেষজ্ঞ, মিডিয়ার ব্যক্তি এবং দর্শকদের নিয়ে গঠিত জুরি বোর্ডের কয়েক দফা নির্বাচনের পর চলচ্চিত্র পরিচালক তাই উই'র পরিচালিত 'একটু রোদ' শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার লাভ করে। চীনের তিব্বতের অন্ধ শিশুদেরকে প্রতিপাদ্য হিসেবে নিয়ে এই চলচ্চিত্রটি নির্মিত হয়।

নিজের এই শিল্পকর্ম প্রসঙ্গে পরিচালক তেই উই বলেন, 'একটু রোদ' ক্ষুদ্র চলচ্চিত্র হলো চলচ্চিত্রের প্রতি তার অনুভূতি এবং গহীন মনে লুকিয়ে থাকা একটি স্বপ্ন।

এই চলচ্চিত্রের মাধ্যমে তিনি তার চোখে দেখা সকল মুগ্ধতা ও উষ্ণতার প্রতি সম্মান প্রদর্শন করতে চান এবং আশেপাশের দুর্বল মানুষদের প্রতি জনসাধারণের যত্ন জাগিয়ে তুলতে চান।

চীনের ক্ষুদ্র চলচ্চিত্রের উন্নয়নের অবস্থা নিয়ে তেই উইয়ের নিজস্ব মতামত রয়েছে। তিনি বলেন, 'সাম্প্রতিক বছরগুলোতে ক্ষুদ্র চলচ্চিত্রের উন্নয়ন অতি দ্রুত। এই দ্রুত গতি আমার কল্পনা ছাড়িয়ে গেছে। আসলে বর্তমানে ক্ষুদ্র চলচ্চিত্র এবং সিনেমা হলে প্রদর্শিত ঐতিহ্যবাহী চলচ্চিত্রের মধ্যে ব্যবধান আগের চেয়ে আরো কমে যাচ্ছে। ক্ষুদ্র চলচ্চিত্রের গুণগত মান অধিক থেকে অধিকতর ভালো ও পেশাদার হয়ে উঠছে। আমি মনে করি, ভবিষ্যতে ক্ষুদ্র চলচ্চিত্রের বাজারের সম্ভাবনা অসীম এবং এই প্লাটফর্ম অনেক বড় হবে'।

1 2 3 4 5 6
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040