Web bengali.cri.cn   
চাংচৌ বিমানবন্দরের উন্নয়ন
  2013-08-12 18:40:45  cri

চায়না সাউদার্ন এয়ারলাইন্সের সিজি৪৪৭ ফ্লাইটটি সকাল সাড়ে সাতটায় শাংহাই পুতুং বিমানবন্দর থেকে রওনা হয়ে সিনচাং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এখানে আইফোন বোঝাই করে দু'ঘন্টা পর এ ফ্লাইটটি আবার উড্ডয়ন করে। ১৫ ঘন্টা পর এটি যুক্তরাষ্ট্রের শিকাগো বিমানবন্দরে অবতরণ করে। চায়না সাউদার্ন এয়ারলাইন্সের হোনান শাখা কোম্পানির মাল পরিবহণ বিভাগের ব্যবস্থাপক ফান থাও ইয়ু সংবাদদাতাকে বলেন, এ মোবাইল ফোনগুলো সবচেয়ে দ্রুত গতিতে দোকানে পৌঁছে যায়। তিনি বলেন, "আন্তর্জাতিক ব্যবসায়ীদের চাহিদা অনুযায়ী, চার দিনের মধ্যে পণ্যগুলো দোকানে পৌঁছাতে হবে। এর জন্য বিভিন্ন পক্ষের সমন্বয় দরকার হয়। বিমানটি স্থানীয় বিমানবন্দরে পৌঁছানোর পর স্থানীয় ট্রাক বিমানবন্দরে অপেক্ষা করতে থাকে এবং সরাসরি পণ্যগুলো নিয়ে যায় এবং বিভিন্ন দোকানে পাঠায়।"

এখন চাংচৌ বিমানবন্দরে শাংহাই, চিনান, ছিংতাও, থাইইউয়ানসহ চীনের বিভিন্ন অঞ্চল থেকে আসা রপ্তানিপণ্য জমা হয়। যুক্তরাষ্ট্রের ইউপিএস, রাশিয়ার এয়ার ব্রিজ, এয়ার ফ্রান্স, অস্ট্রেলিয়ান এয়ারলাইন্সসহ বিশ্ববিখ্যাত এয়ারলাইন্স আর আনুসঙ্গিক কারিগরি প্রতিষ্ঠান এখানে প্রবেশ করেছে। চাংচৌ বিমানবন্দর অবিশ্বাস্য গতিতে এক নতুন নগর হিসেবে গড়ে উঠেছে। (ইয়ু/এসআর)


1 2 3 4 5
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040