Web bengali.cri.cn   
চাংচৌ বিমানবন্দরের উন্নয়ন
  2013-08-12 18:40:45  cri

চাংচৌ মধ্যচীনের হোনান প্রদেশের রাজধানী। প্রাচীনকাল থেকে এখন পর্যন্ত চাংচৌ পরিবহণের এক গুরুত্বপূর্ণ সংযোগস্থল। এ বছর চীনের প্রথম বিমানবন্দর-বিষয়ক অর্থনৈতিক সার্বিক পরীক্ষা-অঞ্চল চাংচৌতে প্রতিষ্ঠিত হয়েছে।

২০১২ সালের শেষ দিক পর্যন্ত চীনের মোট ২৭টি প্রদেশের ৫১টি শহর পর্যায়ক্রমে ৫৪টি বিমানবন্দর-বিষয়ক অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনা উত্থাপন করে। অবশেষে চাংচৌ চীনের প্রথম বিমানবন্দর-বিষয়ক অর্থনৈতিক উন্নয়ন-অঞ্চলে উন্নীত হয়।

চাংচৌয়ের চীনের প্রথম বিমানবন্দর-বিষয়ক অর্থনৈতিক সার্বিক পরীক্ষা-অঞ্চলে পরিণত হওয়ার পটভূমি কী? ২০১০ সালের আগস্ট মাসে ফক্সকন আন্তর্জাতিক কোম্পানি চাংচৌ বিমানবন্দর অঞ্চলে প্রবেশ করা এবং চাংচৌর সিনচাং সার্বিক শুল্কমুক্ত এলাকা প্রতিষ্ঠার অনুমোদন পাওয়ার পর বহু বিশ্ববিখ্যাত শক্তিশালী প্রতিষ্ঠান চাংচৌ এসে ব্যবসা করে। তখন থেকে চাংচৌ বন্দরের উল্লম্ফন উন্নয়ন শুরু হয়।

২০১৩ সালের ৩ এপ্রিল হোনান প্রদেশের গভর্নর শিয়ে ফু চান রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ঘোষণা করেন, "চীন সরকার চাংচৌ বিমানবন্দর-বিষয়ক অর্থনৈতিক সার্বিক পরীক্ষা-অঞ্চল প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে। এটা হচ্ছে মধ্যচীনের অর্থনৈতিক গঠনকাজ, মধ্য-পশ্চিম চীনের বিদেশমুখী উন্মুক্তকরণ, গোটা দেশের আর্থ-সামাজিক উন্নয়নের পরিস্থিতি এবং হোনান প্রদেশের বিমানবন্দর অর্থনীতি উন্নয়নের শ্রেষ্ঠ পরিবেশ ও অবকাঠামো বিবেচনা করার পর নেওয়া এক সিদ্ধান্ত।"

চাংচৌ বিমানবন্দরের অবস্থান অপেক্ষাকৃত ভালো। দেড় ঘন্টার মধ্যে এখান থেকে চীনের দুই-তৃতীয়াংশ প্রধান প্রধান শহরে যাওয়া যায়, যেখানে বাস করে দেশের তিন-পঞ্চমাংশ জনসংখ্যা। চাংচৌ বিমানবন্দরে চারটি রানওয়ে আছে। গত বছর মাল বোঝাই ও খালাসের পরিমাণে প্রবৃদ্ধির হারে চীনের মূলভূভাগের বড় বিমানবন্দরগুলোর মধ্যে প্রথম স্থানে ছিল চাংচৌ বন্দর। প্রতি সপ্তাহে সম্পূর্ণ মালবাহী বিমানের গমনাগমনের সংখ্যার দিক থেকে মধ্য-পশ্চিম চীনের প্রধান বিমানবন্দরগুলোর মধ্যে চাংচৌর স্থান দ্বিতীয়।

পরিকল্পিত পরীক্ষা-অঞ্চলের আয়তন ৪১৫ বর্গকিলোমিটার। এর কেন্দ্রীয় স্থানের পরিকল্পিত আয়তন ৩৫৬ বর্গকিলোমিটার। কেন্দ্রীয় স্থান হচ্ছে বিমাননগরের প্রধান অংশ। এখানে প্রধানত অন্তর্ভুক্ত থাকে বিমানচলাচল পরিসেবার নিশ্চয়তা ও মেরামত, বিমানের খুচরা অংশের নির্মাণ এবং বিমান ভাড়াসহ সংশ্লিষ্ট শিল্প, ইলেকট্রনিক তথ্য, জৈব ওষুধ আর চিকিত্সা সরঞ্জাম, আলোকবিদ্যুত্ ও সেমি-কন্ডাক্টর এবং নতুন উপকরণসহ নানা উচ্চ মানের নির্মাণশিল্প এবং শিক্ষা ও প্রশিক্ষণ, ব্যবসা ও বিনোদন, চিকিত্সা ও স্বাস্থ্যরক্ষাসহ শহর জীবনের আনুষঙ্গিক সেবা। বলা যায়, চাংচৌ বিমানবন্দর-বিষয়ক অর্থনৈতিক সার্বিক পরীক্ষা-অঞ্চলের ফলে এ শহর আন্তর্জাতিক স্থলবন্দর নগর, সার্বিক আনুসঙ্গিক কারিগরি অঞ্চল, উচ্চ মানের যন্ত্রনির্মাণশিল্প আর সেবাশিল্পের ভিত্তির দিকে বিকশিত হবে।

1 2 3 4 5
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040