Web bengali.cri.cn   
মোর থ্রি পি ফোর রাও রুক নোই
  2013-08-01 14:26:54  cri

একদিকে বেশ কিছুদিন ধরে জুন তাঁর ছোট বোন জ্যানের হয়ে এম এস এন'এর মাধ্যমে প্রতিদিন নাটের সঙ্গে গল্পগুজব চালিয়ে যেতে থাকে, যেন নাট কোনভাবেই এই দুঃসংবাদ না জানতে পারে। অবশেষে নাট জ্যানের মৃত্যুর খবর জেনে যায়। ভীষণ মর্মাহত হয় নাট। এরপর একদিন নাটের অনুরোধে জুন তাকে নিয়ে জ্যানের সেই গোপন শিবিরে আসে। সেখানেই জ্যানকে কবর দেয়া হয়েছিলো। জুন তখন নাটকে জানায় যে, এখানেই প্রথম আমাদের বাবা মা পরস্পরকে বিয়ের প্রস্তাব করেছিলো। জ্যানও আশা করেছিলো, বড় হওয়ার পর নাটও এখানে এসে তাকে কাছে বিয়ের প্রস্তাব করবে।

ব্যাংককে ফিরে যাওয়ার পর নাট টি এবং জুনের প্রেমের জটিলতা দূর করার পরিকল্পনা গ্রহণ করে। পরিকল্পনা অনুযায়ী বড় ভাই টির নামকরে এম এস এন মাধ্যমে জুনের সঙ্গে যোগাযোগ চালিয়ে যেত থাকে। যোগাযোগের এক সময়ে জুন তার মনের কথা টিকে জানায়, আসলে ও প্রান্তে রয়েছে নাট। এবারে নাট টি এবং জুনের প্রেমের গভীরতায় অভিভূত হয়ে পড়ে। মনে মনে সে জ্যানকে বললো, 'কেনো তুমি অপেক্ষা না করেই চলে গেলে। মনের গহীনে চিরদিন আমি তোমাকেই ভালোবেসে যাবো।'

'mor 3 pee 4 rao ruk nai মোর থ্রি পি ফোর রাও রুক নই' শিরোনামে থাইল্যান্ডের এই চলচ্চিত্র হলো স্বল্প ব্যয়ে নির্মিত থাইল্যান্ডের একটি চলচ্চিত্র। তবে ছবিতে ফুটিয়ে তোলা ফুকেটের সুন্দর প্রাকৃতিক দৃশ্য, উষ্ণ পারিবারিক পরিবেশ এবং সরল ভালোবাসা দর্শকের মনে গভীর রেখাপাত করেছে।

প্রিয় শ্রোতা, আজকের আলোছায়া অনুষ্ঠান এখানেই প্রায় শেষ হলো। এখানে একটি ঘোষণা আরও একবার দিতে চাই। শ্রোতাবন্ধুরা, চলতি বছরের মার্চ মাস থেকে প্রতি মাসে যারা আলোছায়া অনুষ্ঠান নিয়মিতভাবে শুনছেন এবং আমাকে ই-মেইল বা চিঠি লিখে অনুষ্ঠান সম্পর্কে সুচিন্তিত মতামত এবং উপলব্ধি জানাচ্ছেন, তাদের মধ্য থেকে প্রতিমাসে একজন উত্সাহী শ্রোতা নির্বাচন করা হবে এবং তার জন্য বাংলা বিভাগ এবং আমার পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় একটি উপহার।

আমি আপনাদের চিঠি বা ই-মেইলের অপেক্ষায় রইলাম। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামী সপ্তাহের বৃহস্পতিবারে আবার কথা হবে। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। এখন শুনুন আমার সহকর্মী সাইদুর রহমান লিপনের পরিবেশিত আলোছায়া অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। চাই চিয়েন।

লিলি/লিপন


1 2 3 4 5
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040