Web bengali.cri.cn   
মোর থ্রি পি ফোর রাও রুক নোই
  2013-08-01 14:26:54  cri

এদিকে বড় ভাই 'টি' হচ্ছে মেডিসিন স্কুলের চতুর্থ শ্রেণীর একজন ছাত্র। দেখতে ভীষণ সুদর্শন এবং লেখাপড়াতেও ঈর্ষনীয় ফলাফল করে থাকে সব সময়। এই সব গুণের কারণে অনেক সুদর্শনা মেয়ে তার প্রেমে পড়তে ব্যতিব্যস্ত হয়ে ওঠে, আর এ জন্য তাদের চেষ্টারও যেন কোনো শেষ নেই। কিন্তু টি'র মনকে আন্দোলিত করতে পারে এমন কোনো মেয়েকে খুঁজে পায়নি বলে কাউকেই সে সত্যিকার ভাবে ভালোবাসে না।

কিন্তু একদিন টি রাস্তা দিয়ে হেটে যাচ্ছিল হঠাত্ তাঁর দৃষ্টি রাস্তার ওপারের একটি মেয়েকে দেখে থমকে গেল। মেয়েটির সৌন্দর্যের কাছে নিমিষেই তাঁর মন নিবিষ্ট হয়ে আটকে রইল। রাস্তার ওপারে মেয়েটি তখন তাঁর গাড়ি মেরামত করছিল। টি'র পা যেন আর এক কদমও এগোতে চাইছে না, পা'দুটো যেন বলছে তোমার রাস্তা যেদিকে যাচ্ছিলে সেদিকে নয়, যেদিকে তাকিয়ে আছো সে দিকে। টি'এর হৃদয় টি'কে বলছে কেন দাঁড়িয়ে আছো, যাও তাঁকে গিয়ে বলো যে তুমি তাকে প্রথম দেখাতেই ভালবেসে ফেলেছ। যাকে বলে লাভ এ্যাট ফাস্ট সাইট।

অন্যদিকে জ্যান এবং জুন হচ্ছে দুই বোন। নাট জ্যানের সঙ্গে দেখা করার জন্য একা একাই ফুকেটে চলে যায়। জ্যান ও তাদের পরিবার আন্তরিকতার সাথে নাটকে গ্রহণকরে এবং অথিতির মতোই তার সঙ্গে আচরণ করে। কিন্তু ছোট বোন জ্যান নাটের সঙ্গে কিশোর-প্রেমে জাড়িয়ে যাবে এই আংশকায় বড় বোন জুন নাটের সঙ্গে ঠিক তেমন কোনো উত্সাহব্যঞ্জক আচরণ করে না।

1 2 3 4 5
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040