|
আসলে বাবার মৃত্যু জুনের মনে গভীর ক্ষতের জন্ম দেয়। প্রেম পেতে চায় ঠিক কিন্তু হারাবার ভয় যেন তাকে প্রতি মূহুর্তে আঁকড়ে ধরে থাকে। তাই তো হারাবার ভয়ে টি'র গভীর প্রেমে সাড়া দিতে চেয়েও দিতে পারে না। অবশেষে মা'য়ের প্রেরণায় জুন ধীরে ধীরে মন স্থির করতে শুরু করে।
এদিকে টির উপস্থিতি জুনের আরেক বন্ধুর মনে ঈর্ষার জন্ম দেয়। সে একটি সুযোগ কাজে লাগিয়ে টির সামনেই জুনকে আলিঙ্গন করে। আসলে জুন অনেক আগে সেই ছেলের প্রেম প্রত্যাখ্যান করেছিল। কিন্তু টি এ সত্য না জেনে মনে করলো যে, জুন আসলে ঐ ছেলেকেই পছন্দ করে।
মনে গভীর ব্যথা নিয়ে টি ব্যাংককে ফিরে যায়, কিন্তু যেন আরো বেশিকরে জুনকে মিস করতে শুরু করে। একই ভাবে জুনও যেন বুঝতে পারলো যে কতটাই টি'কে ভালবাসে। এ ঘটনায় সে নিজেই নিজেকে আত্মনিন্দা করে।
এদিকে নাট ও জ্যান তাদের বড় ভাই ও বোনের সম্পর্ক জটিল হয়ে ওঠায় ভীষণ মন খারাপ করে। এমনকি ভাই ও বোনের সম্পর্কের টানাপোড়েন নিয়ে মাঝে মাঝে তারাও ঝগড়ায় জড়িয়ে পড়ে এবং এ ঝগড়া এতই তুমুল যে সম্পর্ক ছিন্ন করার কথা বলতেও পিছ পা হয় না।
কিন্তু বেশ কিছুদিন ব্যাংককে একাকী জীবন কাটিয়ে অবশেষে টি অনুধাবন করলো যে জুনকে সে সত্যিকারেই গভীর ভাবে ভালোবাসে। তাই সে সাহস সঞ্চয় করে আবার ফুকেটে চলে যায়। এবারেও তার জন্য নাটকীয় মূহুর্ত অপেক্ষা করেছিল। সেখানে পৌঁছানোর পর প্রথমে যে খবরটি পেল তা ভয়াবহ। সে খবর পেল যে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জ্যান মারা গেছে। জুনের পরিবারে এখন শোকে ছায়া।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |