Web bengali.cri.cn   
মোর থ্রি পি ফোর রাও রুক নোই
  2013-08-01 14:26:54  cri

এদিকে জ্যান নাটকে নিয়ে তার গোপন শিবিরে চলে যায়। এ সময় নাট জ্যানকে জিজ্ঞাস করে যে, কেন এ জায়গাটিকে তার গোপন শিবির বলছে? এ প্রশ্নে জ্যান শুধু হাসে এবং সে নাটকে বলে যে, '২০ বছর পর আমরা যখন এখানে মিলিত হবো তখন আমি তোমার এ প্রশ্নের উত্তর দিবো।'

এদিকে টি ছোট ভাই নাট একা একা এতদূরে চলে গিয়েছে, এতে তাঁর ভীষণ টেনশন হচ্ছিল, কোন বিপদ আপদ হলো কিনা মনে মনে সে আশংকাও করছিল। তাই সে খুব ভোরে নাটের মোবাইলে ফোন করে। কিন্তু ফোনটি ধরে জ্যানের বড়ো বোন জুন, কেননা নাট তখন অঘোরে ঘুমাচ্ছিল। এতে টি আরও ক্ষিপ্ত হয়ে যায় এবং ছোট ভাইয়ের ফুকেটে চলে যাওয়ার জন্য জুনকে দায়ী করে তাঁর সাথে ঝাঁঝাঁলো ভাষায় কথা বলে। টি আরো জানায় যে, জুনের সামনে দাঁড়িয়েই সে এ সব কথা তাঁকে বলার সাহস রাখে। যেই কথা সেই কাজ, টি এতটাই ক্ষিপ্ত হয়ে যায় যে, সে ছুটে চলে আসে ফুকেটে।

কিন্তু নাটকীয় মূহুর্ত যেন অপেক্ষা করছিল টি'এর জন্য। কেননা, যেই মূহুর্তে টি জ্যান আর জুনের বাড়ির দরজার সামনে দাঁড়ায় ঠিক সেই সময়ে বিস্ময়ের সাথে আবিষ্কার করলো যে, জুনই হচ্ছে রাস্তার ওপারে একা একা গাড়ি মেরামত করা সেই মেয়েটি।

অবশেষে টি বুজতে পারলো যে, সে ভুলভাবেই জুনকে দোষারোপ করেছে। তাই জুনের ক্ষমা পেতে প্রতিদিন সকালে টি বিমান যোগে ব্যাংকক থেকে ফুকেটে চলে যায়। নাছোড়বান্দা টি'এর এই গভীর আকাঙ্খা জুনের মা এবং ছোট বোন জ্যানের সহানুভূতি আদায়ে সমর্থ হয়। কিন্তু জুন কোনো এক অজ্ঞাত কারণে টি'কে গ্রহণ করতে অসম্মতি জানায়।

1 2 3 4 5
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040