Web bengali.cri.cn   
অস্কার বিজয়ী—এ্যাং লী
  2013-03-07 15:04:31  cri

কেউ কেউ বলেন, এ্যাং লী'র বাস্তব আর পারিবারিক অভিজ্ঞতা পুরোপুরিভাবে তাঁর ছবিতে ফুটে ওঠে। পাশ্চাত্যের আধুনিক সংস্কৃতির সঙ্গে প্রাচ্যের ঐতিহ্যবাহী সংস্কৃতির সংঘাত আর সমন্বয়ের ক্ষেত্রে তাঁর রয়েছে নিজস্ব সমৃদ্ধ চিন্তাধারা। তাঁর ছবির সংলাপ উপভোগ্য আর মজাদার এবং গল্পের গাঁথুনীও সূক্ষ্ম অথচ সাবলীল।

বিদেশি তথ্যমাধ্যম বলেছে, 'লাইফ অব পাই' শিরোনামে ছবিতে কোন খ্যাতনামা কোনো মহা তারকা নেই, কিন্তু সারাবিশ্বে এই ছবিটি ৬০ কোটি মার্কিন ডলার মূল্যের বক্স-অফিস হিট করেছে। এটা অবশ্যই এ্যাং লী'র বিশেষ পারঙ্গমতা বলতে হবে।

প্রিয় শ্রোতা, এখন আমরা এ্যাং লী'র নির্মিত 'ব্রোকব্যাক মাউন্টেন' শিরোনামে ছবিটির থিম সঙ্গীত শুনবো। গানের নাম 'I don't want to say goodbye'।

এ্যাং লী'র অস্কার পুরস্কার জয়ে আমরা সকলেই তাঁর জন্য গৌরব বোধ করি। কিন্তু তাঁর স্ত্রীর কথাটিও বিশেষভাবে বলতে হবে বা তাঁর কথা ভুললে চলবেন না। স্বামীর এই কৃতিত্বের জন্য আমাদের সকলের উচিত তাঁর স্ত্রীকেও অভিনন্দন জানানো। এ্যাং লী একজন কুকিং হাসব্যান্ড বা রন্ধণ-প্রেমী স্বামী থেকে কিভাবে অস্কার জয়ী শিল্পী হলেন সেই গল্পের নায়িকা বা প্রধান চরিত্রটি কিন্তু তাঁরই স্ত্রী- লী হুই চিয়া।

1 2 3 4 5 6
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040