|
||||||||||||||||||||||||||||
'অ্যমোর' নামে ছবিটির সর্বশ্রেষ্ঠ বিদেশী ছবির পুরস্কার পাওয়ার কারণ প্রসঙ্গে শা তেন বলেন, এ ছবিটির গল্প খুবই সরল কিন্তু জীবন ঘনিষ্ঠ করে তোলার মতো এমন কিছু সহজ আর মোহনীয় মুগ্ধকরা শক্তি রয়েছে যা, দর্শনমাত্রই অস্কার পর্যালোচক এবং দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে। তিনি বলেন,
'ছবিগুলোর মধ্যে যারা অস্কার জয় করেছে তারা অবশ্যই পশ্চিমা চলচিত্রের মান ও রুচির সাথে সঙ্গতিপূর্ণ করেই তৈরী করেছে। বাস্তবতার দৃষ্টি দিয়ে বর্তমান সমাজ ও ইতিহাসকে নব্য বাখান আর সমালোচনায় চিত্রিত করতে সক্ষম এমন ছবিইতো অস্কার বিজয় করবে।'
সর্বশ্রেষ্ঠ বিদেশি ছবির ক্যাটাগরিতে চীনা ছবির অস্কার অর্জন করতে হলে বর্তমান সমাজ ও ইতিহাসের ব্যাখ্যা আর পর্যালোচনা করতে হবে বলে শা তান মনে করেন।
প্রিয় শ্রোতা, এতক্ষণ আপনারা চায়না ফিল্ম আর্কাইভের প্রবীন ভাষ্যকার শা তেন প্রদত্ত সাক্ষাত্কারটি শুনলেন।
এবারে আমি চীনের খ্যাতনামা চলচ্চিত্র পরিচালক এ্যাং লী সঙ্গে শ্রোতাবন্ধুদের বিস্তারিত পরিচয় করিয়ে দেবো।
প্রথমে আমি আপনাদের জন্য 'লাইফ অব পাই' শিরোনামে চলচ্চিত্রটির থিম সঙ্গীত শোনাবো। আশাকরি, সবাই এই গানটি পছন্দ করবেন। গানটির নাম হলো প্যারাডাইস।


| © China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |