Web bengali.cri.cn   
অস্কার বিজয়ী—এ্যাং লী
  2013-03-07 15:04:31  cri

'লাইফ অব পাই' নামে এ্যাং লী'র ছবিটি এবারের অস্কার আয়োজনে চারটি পুরুস্কার দখল করে নেয়। এ্যাং লী প্রমাণ করলেন যে, তিনিই চীনা বাসীদের গর্বিত ধ্রুবতারা। দুটি শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কারসহ এ্যাং লীর নির্মিত এপর্যন্ত তিনটি ছবি অস্কার পেল। প্রথমবার তাঁর নির্মিত ছবিটি 'ক্রাউচিং টাইগার, হিডেন ড্র্যাগন' অস্কার অর্জন করে। ছবিটি হলো চীনা-সংস্কৃতির নানাবিধ বৈশিষ্ট্যসম্পন্ন একটি চলচ্চিত্র। তখন অনেকেই বলে ছিলেন, এ্যাং লী'র এ ছবিটির অস্কার পাওয়ার বিষয়টি মূলত একটি ককতালীয় ব্যাপার। কিন্তু দ্বিতীয়বার যখন 'ব্রোকব্যাক মাউনটেন' নির্মাণ করে শ্রেষ্ঠ পরিচালকের মুটুক জয় করলেন, তখন কোন কোন সমালোচক বললেন, এটি হলো অ্যমেরিকান ওয়েস্টান ঘারানার একটি ছবি। এবং তৃতীয়বার অর্থাত্ এবারও যখন পুরস্কারটি পেলেন, তখনও কেউ কেউ বললেন এটা এ্যাং লীর সৌভাগ্য।

ইংরেজি নাম এ্যাং লী'র চাইনিজ নাম বা তাঁর পারিবারিক নাম হচ্ছে লি আন, ১৯৫৪ সালের ২৩ অক্টোবর তাইওয়ানে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা একটি মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। ছেলেকে যথাযথ শিক্ষাদানের ক্ষেত্রের বাবা ছিলেন অত্যন্ত কঠিন আর আপোষহীন। এ্যাং লী মূলত চীনের শিক্ষা ও সংস্কৃতির ধারক এমন একটি পিতৃতান্ত্রিক পারিবারিক এতিহ্যবাহী পরিবারে বড় হন যা, পরবর্তীতে তাঁর শিল্পকর্মের জন্য বাস্তব রসদ আর উপাদানের খোরাক মিটিয়েছে। প্রথমদিকে এ্যাং লী'র বাবা ছেলের ছবি তৈরীর বিষয়টিকে মেনে নিতে পারেনি। স্বাভাবিক ভাবেই তা বাবা আর ছেলের সম্পর্কে টানাপোড়েন তৈরী করে।

1 2 3 4 5 6
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040