Web bengali.cri.cn   
প্রাচীন চা-অশ্ব পথের অনুসন্ধান
  2011-12-27 13:32:46  cri
পশ্চিম চীনের সিছুয়ান থেকে তিব্বত পর্যন্ত একটি প্রাচীন চা-অশ্ব পথ আছে। সড়কটি সিছুয়ান প্রদেশের ইয়াআন জেলা থেকে শুরু হয়েছে এবং আরলাং পাহাড়, লুতিং ও খাংতিং পার হয়ে তিব্বতে পৌঁছেছে। এ পথ দিয়ে সিছুয়ান প্রদেশের চা তিব্বতে পরিবহন করা হতো। চীনের ইউয়ুননান প্রদেশের পুএর জেলা থেকে তিব্বতে আসার আরেকটি প্রাচীন চা-অশ্ব পথ আছে। সমুদ্রপৃষ্ঠ থেকে বিশ্বের সবচেয়ে উঁচু এ দুটি পুরনো পথকে চীনের প্রাচীন সভ্যতা প্রচারের পথ বলে ডাকা হয়।

হাজার বছর ধরে মানুষ ও ঘোড়ার পায়ে চলা এ পুরনো রাস্তা এঁকেবেঁকে পাহাড়ের মধ্য দিয়ে বয়ে গেছে এবং এটি গন্তব্যে পৌঁছানোর জন্য সঠিক দিকনির্দেশনা দেয়। আজকের অনুষ্ঠানে আমরা আপনাদের নিয়ে চায়ের সুগন্ধ জড়ানো হাজার বছরের ঐতিহাসিক প্রাচীন চা-অশ্ব পথের রহস্য অনুসন্ধান করবো।

সিছুয়ান-তিব্বত প্রাচীন চা-অশ্ব পথ থাং রাজবংশ আমলে চালু হয়। এর পূর্ব অংশ সিছুয়ান প্রদেশের ইয়াআন জেলা থেকে শুরু হয়েছে এবং খাংতিং অতিক্রম করে পশ্চিমে তিব্বতের লাসা হয়ে অবশেষে ভুটান, নেপাল ও ভারতে পৌঁছেছে। এ পথের সবচেয়ে দূর স্থান হলো পশ্চিম এশিয়া ও পশ্চিম আফ্রিকার লোহিত সাগরের উপকূলীয় এলাকা। এক হাজার তিন শ' বছরের ইতিহাসসমৃদ্ধ এ পথের দৈর্ঘ্য চার হাজার কিলোমিটারেরও বেশি। চীনের সমতল ভূমি ও ছিংহাই-তিব্বত মালভূমির মধ্যে অবস্থিত এ পথ একটি বড় করিডোরের মতো রাস্তার পাশে বিভিন্ন জাতিকে সংযুক্ত করেছে। এটি যেমন একটি ব্যবসা-বাণিজ্যের সড়ক তেমনি একটি সংস্কৃতি প্রচারের পথও।

'সারা দিন খাবার না খেলেও চা খেতে হবে' - এ কথা তিব্বত মালভূমিতে অতি বিখ্যাত। তিব্বতি জাতির লোকরা ঘি-চা খাওয়ার মাধ্যমে শরীরের তেল ও উদ্ভিজ্জ তেলের ভারসাম্য রক্ষা করে। কিন্তু মালভূমির প্রাকৃতিক পরিবেশে চা চাষ করা যায় না। তবে চা চাষ করা সমতলভূমিতে তিব্বতের শ্রেষ্ঠ মানের ঘোড়া দরকার হয়। ফলে পরস্পরের জন্য প্রয়োজনীয় চা ও ঘোড়ার বিনিময় ব্যবসা চালু হয়। সমাজ ও অর্থনীতির উন্নয়নের সঙ্গে সঙ্গে এ ব্যবসা ধীরে ধীরে সমৃদ্ধ হয় এবং অবশেষে এ বিখ্যাত প্রাচীন চা-অশ্ব পথ গড়ে ওঠে।


1 2 3 4
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040