Web bengali.cri.cn   
ট্রেনে তিব্বতে বেড়াতে যাওয়া
  2011-09-27 16:55:59  cri

    তারা কুয়াংচৌ-তিব্বত রেলপথে তিব্বতে চলে এসেছেন। কুয়াংচৌ থেকে তিব্বত আসা রেলপথের দৈর্ঘ মোট ৪৯৮০ কিলোমিটার, যেতে তিন দিন দুই রাত লাগে। যদিও চলাচলের সময় বেশি, তবে বিমানের চেয়ে শরীর আরও ভালভাবে মালভূমির আবহাওয়ার সাথে খাপ খাওয়াতে পারা যায়। ট্রনে বসে কুয়াংচৌ শহর থেকে যাত্রা শুরু করে দক্ষিণ চীনের জলমাতৃক গ্রাম ও মধ্য চীনের ৭টি প্রদেশ ও একটি স্বায়ত্তশাসিত অঞ্চল অতিক্রম করার পর তিব্বতে পৌঁছতে হয়। পর্যটকরা রেলপথের কাছাকাছি দৃশ্য উপভোগ করার সঙ্গে সঙ্গে শরীরকেও সহজভাবে মালভূমির আবহাওয়ার সাথে খাপ উপগোগী করে তুলতে পারে। পর্যটকদের আরও আরামদায়ক ও নিরাপদ ভ্রমণের জন্য কুয়াংচৌ- তিব্বত রেলপথের ট্রেনের বিশেষ স্থাপনা রয়েছে।

    অক্সিজন সরবরাহ ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে ট্রেনের ভেতরে অক্সিজেন প্রদান করে, যাতে চালক ও যাত্রীদের অক্সিজেনের অভাবের প্রতিক্রিয়া নাঘটে । ট্রেন চালু হওয়ার পর পরিসেবকরা রেডিও'র মাধ্যমে সবাইকে অক্সিজেন পাইপ ব্যবহারের উপায় শিখিয়ে দেয় এবং মালভূমিতে থাকার নোটিশের সাথে পরিচয় করিয়ে দেয়।

    কুয়াংচৌ-তিব্বত রেলপথের মধ্যে কেরমু থেকে লাসা পর্যন্ত গড়পড়তা সমুদ্রপৃষ্ঠ থেকে ৪০০০ মিটারেরও বেশি উঁচু, শরীরে সহজে মালভূমির অক্সিজেনের অভাব ঘটে। ৭৯ বছর বয়স্ক চৌ চি ছিয়াং বলেছেন, অধিকাংশ পর্যটকেরই সিনিং শহর অতিক্রম করার পর মাথা ব্যাথা ও নিঃশ্বাস কঠিনসহ অবস্থা দেখা দেয়, তবে খুব গুরুতর নয়। এ সম্পর্কে ট্রনের কর্মী মা সিন বলেছেন, ট্রেনটি সিনিংয়ে প্রবেশ করার পর ট্রেনের পরিসেবকরা যাত্রীদের শরীরের প্রতিক্রিয়ার ওপর গুরুত্ব দেয়।

     পরিসেবকরা পর্যবেক্ষণ জোরদার করে সবসময় ট্রেনের মধ্যে যাওয়া আসা করে, যাতে যাতায়াতে অসুস্থ্ যাত্রীকে খুঁজে বের করা যায়। আমরা তাদের জন্য অক্সিজেনের বোতল প্রদান করি এর সঙ্গে সঙ্গে ডাক্তার ডাকি।

    রেলপথের পরিসেবকরা সবসময় কুয়াংচৌ ও তিব্বতের মধ্যে যাওয়া আসা করছে। তারা বলেছে, মালভূমির আবহাওয়া এতো ভয়াবহ নয়, তবে ভালভাবে নিজের মনোভাব সমন্বয় করা উচিত। কোন যাত্রী অব্যাহতভাবে ট্রেনের মধ্যে মালভূমির সমুদ্রপৃষ্ঠের সংখ্যা পরিবর্তনের ওপর মনোযোগী দেয়, তা নিজের মনের ওপর চাপ সৃষ্টি করে, সহজভাবে শরীরের অসুস্থ্তাকে ডেকে আনে। কুয়াংচৌ'র মেয়ে ছুই ই সম্প্রতি জীবনে প্রথমবার তিব্বত ভ্রমণ সম্পন্ন করেছেন। তিনি বলেছেন, তিব্বত আসার পর অবশ্যই উদ্দীপ্ত হয়েছে, তবে মনে রাখতে হবে যে অবশ্যই আস্তে আস্তে আচার-আচরণ করতে হবে।


1 2 3 4 5
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040