Web bengali.cri.cn   
ট্রেনে তিব্বতে বেড়াতে যাওয়া
  2011-09-27 16:55:59  cri
    সবার কাছে বিশ্বের ছাদ তিব্বতের দৃশ্য চমত্কার ও মনোহরণীয়। এখানে বিশ্ব বিখ্যাত চুমুলাংমা শৃংগ, বিশ্বের সবচেয়ে উচুঁ প্রাসাদ—পোতালা প্রাসাদ এবং বিশ্বের সবচেয়ে দীর্ঘ মালভূমির রেলপথ—ছিংহাই-তিব্বত রেলপথ রয়েছে। তিব্বতের তুষারাচ্ছন্ন পাহাড়, হ্রদ, তৃণভূমি, পবিত্র মন্দির ও মনোহরণীয় প্রাকৃতিক দৃশ্য দেশ বিদেশের পর্যটকদের আকর্ষণ করে। আজকের অনুষ্ঠানে আমরা আপনাদেরকে নিয়ে তিব্বতে বেড়াতে যাবো।

    দক্ষিণ চীনের কুয়াং তুং প্রদেশের লোকজনের জন্য অক্সিজেনের পরিমাণ কম এবং সমুদ্রপৃষ্ঠ থেকে ৪০০০ মিটার উচুঁ তিব্বত মালভূমি একটি কষ্টের জায়গা। তবে ২০০৬ সালে চীনের সবচেয়ে দীর্ঘ রেলপথ কুয়াংচৌ-তিব্বত রেলপথ চালু হওয়ার পর তিব্বতের মনোহরণীয় দৃশ্য কুয়াংতুং প্রদেশের পর্যটকদের আকর্ষণ করে।

    ৭০ বছর বয়স্ক চৌ চি ছিয়াং ও চৌ কে নিং হলেন কুয়াংতুং থেকে তিব্বতে বেড়াতে আসা দম্পতি। ২০০৮ সালে তারা তিব্বত ভ্রমণের পরিকল্পনা প্রণয়ন করে। তারা বন্ধুদের সবাইকে নিয়ে তিব্বত যেতে চায়, তবে শেষ পর্যন্ত মাত্র তিন জন যেতে চেয়েছিল। এ কারণে তাদের তিব্বত ভ্রমণ বাস্তবায়িত হয় নি। ২০১১ সালে তারা আবার পবিত্র স্থান তিব্বত বেড়াতে যাবার সিদ্ধান্ত নেয়। চৌ কে নিং বলেছেন,

    আমি এ মন ভোলানো স্থানকে খুবই পছন্দ করি। এর আগে আমি মালভূমিতে যাওয়ার পরে শরীর অসুস্থ হবে এ চিন্তা করার কারণে তিব্বতে যেতে ভয় লাগতো। এবার আমি নিজেকে নিজেই চ্যালেঞ্জ করার উদ্দেশ্যে তিব্বতে আসি। আমরা দু'জন হলাম এ ভ্রমণ দলের মধ্যে সবচেয়ে বয়স্ক লোক। আমরা মনে করি একবার চেষ্টা করে দেখতে হবে, নইলে ভবিষ্যতে কোনো সুযোগ থাকবে না। সবচেয়ে খারাপ ফলাফল হবে এবং শরীর অসুস্থ্ লাগবে, আর যদি তাই হয় তবে আমি বিমানে করে কুয়াংতুং ফিরে যাবো।


1 2 3 4 5
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040