Web bengali.cri.cn   
তিব্বতের লুওবা জাতির ছাইচাও গ্রামে অনুসন্ধান
  2011-09-06 17:15:01  cri

    স্থানীয় অঞ্চলের জাতীয় সংস্কৃতির গবেষকদের পরিচয় অনুযায়ী, মিলিন জেলায় লুওবা সংস্কৃতির সংগ্রহ ও উদ্ধারকারী দল প্রতিষ্ঠিত হয়েছে। তারা লুওবা জাতির বয়স্ক শিল্পীদের সাক্ষাত্কার নেয়, মিলিন জেলার লুওবা জাতির পোষাক ও ছুরি নাচ ইত্যাদি ১৫টি প্রকল্পের সংশ্লিষ্ট বিষয় সংগ্রহ করে। এর সঙ্গে সঙ্গে অক্ষরহীন লুওবা জাতি তাদের নিজেদের ইতিহাস লিপিবদ্ধ করা 'পাহাড়ের জাতি' নামক বইটি প্রকাশ করেছে। বইয়ের মধ্যে ধারাবাহিকভাবে লুওবা জাতির ইতিহাস, রীতিনীতি ও আধুনিক জীবনযাপনের পরিচয় ধরা হয়েছে। বর্তমানে ছাই চাও গ্রামে পর্যটকরা তিব্বতের প্রথম গ্রাম পর্যায়ের রীতিনীতি প্রদর্শনী হল দেখতে পারে। এর ভিতরে বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করা লুওবা জাতির উপাদন ও জীবনযাপনের ১২০টিরও বেশি জিনিস প্রদর্শিত হয়।

    অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের কাজ করা মিলিন জেলার সাংস্কৃতিক ব্যুরোর উপ-প্রধান পাই মা চিয়া ছুও বলেছেন, আমরা কাপড় বোনা শেখানোর একটি স্কুল প্রতিষ্ঠা করেছি। এ কৌশল ধারণ ও পোষণ করার জন্য কয়েকজন হস্তশিল্পীকে প্রশিক্ষণ দিয়েছে। মধ্যবয়স্ক লোকেরা এখন ব্যাপকভাবে এ কৌশল শিখছে। কৃষি কাজের অবসর সময় আমরা এ কৌশল শেখার কাজ আয়োজন করি। আমার মনে হয়, এখন হবে অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য উদ্ধার ও সংরক্ষণের সময়। নইলে যদি লোক সংগীত, নাচ বা কাপড় বোনার প্রকৌশলী বৃদ্ধ হয়ে মারা যান, তাহলে এসব ঐতিহ্য হারিয়ে যাবে। এখন আমাদের তাদের কাছ থেকে ভালভাবে এসব ঐতিহ্য শিখতে হবে। বর্তমানে আমাদের কিছু অগ্রগতি অর্জিত হয়েছে, তবে আরও প্রচেষ্টা চালাতে হবে। আমাদের দেশ জাতীয় সংস্কৃতির ওপর গুরুত্ব দেয়, আমদের ভালভাবে এ কাজ করতে হবো এবং চমত্কার সংস্কৃতি চীনের বিভিন্ন অঞ্চলে প্রচার করবো। এ কাজ সম্পর্কে আমরা আস্থাবান।

    পর্যটন শিল্পের উন্নয়নের সঙ্গে সঙ্গে লুওবা জাতির ঐতিহ্যিক কর্মকান্ড আরও বেশি প্রদর্শনের সুযোগ পেয়েছে। ২০০৭ সাল থেকে প্রতি বছরের বসন্তকালে লুওবা জাতির রীতিনীতি ও সাংস্কৃতিক পর্যটন উত্সব আয়োজিত হয়। ঘোড়ায় চড়া, লুওবা জাতির রীতিনীতি উপভোগ করা এবং জাতীয় পোষাক প্রদর্শনীসহ বিভিন্ন অনুষ্ঠান পর্যটকদের প্রিয়তা পেয়েছে।

    পাই মা চিয়া ছুও মনে করেন, এ উত্সব হবে ঐতিহ্য সংরক্ষণের নতুন সুযোগ। যদিও ঝামেলার সম্মুখীন হতে হবে, তবে এ ক্ষেত্রে অবিচল থাকতে হবে।

    পর্যটন সম্প্রসারণ ক্ষেত্রে আমরা লুওবা জাতির স্কুলে পড়া কাপড়ের পোষাকগুলো প্রদর্শন করতে চাই। তবে এতেও বিরাট ঝামেলার সম্মুখীন হতে হবে। কারণ সাধারণ গ্রামবাসীদের তৈরী কাপড় এতো সুন্দর নয়। কিভাবে সুন্দর ও গুণগতমানের লুওবা জাতির হস্তশিল্পকর্ম তৈরী করা যায়? আমাদেরকে বিশেষজ্ঞদের কাছ থেকে তার কৌশল ও উন্নতির উপায় শিখতে হবো।

(সুবর্ণা/আবাম)


1 2 3 4
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040