|
এখন অনেক পর্যটক ছাইচাও গ্রামের গ্রামবাসীদের বাসা পছন্দ করেন। ১০০ বর্গমিটারেরও বেশি সুন্দর বাসা, এর বাইরে লুওবা জাতির ঐতিহ্যিক কাঠের অবকাঠামো ও বেগুনী ছাদ দেখা যায়, ভিতরে বিস্তার ও উজ্জ্বল এবং জাতীয় বৈশিষ্ট্যসম্পন্ন। গ্রামবাসীরা বর্তমানের বসবাসের পরিবেশের প্রতি অতি সন্তুষ্ট। প্রত্যেক পরিবার নিজেদের বাসা সুন্দর করে সাজিয়েছে। বাসার সামনে ও পিছনে নানা ধরনের সুন্দর ফুল চাষ করেছে।
১০০ বছর বয়স্ক বৃদ্ধ লোক ইয়া সিয়া বলেছেন, পাহাড় থেকে গ্রামে নেমে আসার পর আমরা খুবই আনন্দিত,এখানে বসবাস করা আরও আরামদায়ক।
ইয়াসিয়া হলেন গ্রামের গুরুত্বপূর্ণ ব্যক্তি,তিনি লুওবা জার দু'টি গুরুত্বপূর্ণ ঐতিহ্যিক রীতিনীতি ধারণ ও পোষাণ করেন গান গাওয়া ও কাপড় বোনা। পর্যটকদের গ্রাম পরিদর্শন করা বা লুওবা জাতির ছুটিতে ইয়াসিয়া সুন্দর সুন্দর কাপড় পড়ে প্রদর্শনী করেন। পূর্বপুরুষদের প্রচেষ্টা ও অভিপ্রয়াণ প্রক্রিয়ার প্রশংসার লোক সংগীত 'চিয়াচিন সুর' গাইবেন। লুওবা জাতির ভাষার কোনো অক্ষর না থাকার কারণে তাদের সংস্কৃতি মুখমুখি ধারণ ও পোষণ করতে হবে। বৃদ্ধ লোক ইয়াসিয়ার পরিশ্রমের সাথে শেখানোর জন্য লুওবা জাতির শিশুদের মধ্যে প্রাচীনকালের ঐতিহ্যিক গান ভালভাবে ধারণ ও পোষণ করা হয়েছে।
আমি নিয়মিতভাবে শিশুদেরকে ঐতিহ্যিক গান শিখিয়েছি, তারা এখন ভালভাবে গান গাইতে পারে।
লুওবা জাতির মহিলাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল হচ্ছে কাপড় বোনা। এখন এ রীতিনীতি অব্যাহতভাবে চলছে। গ্রামের বিভিন্ন পরিবারের লোকদের কাপড় অধিকাংশই মহিলাদের নিজস্বভাবে বোনা, অবশেষে সুন্দর সুন্দর খোলকসহ বিভিন্ন ধরনের সাজানোর জিনিস বানানো হয়েছে। ২০০৮ সালে এ কৌশল চীনের রাষ্ট্রীয় পর্যায়ের অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |