|
আপনারা জানেন, লুওবা জাতি হল চীনের লোকসংখ্যা সবচেয়ে কম সংখ্যালঘিষ্ঠ জাতির অন্যতম। এ জাতি হিমালয় পাহাড়ের দক্ষিণ দিকে বসবাস করে, সারা চীনে মাত্রা ৩১০০জনের বেশি লোকসংখ্যা। তাদের মধ্যে প্রায় ৪০ শতাংশ মিলিন জেলা—তিব্বতের 'ওষুধ অঙ্গরাজ্যে' বসবাস করে। এখানকার নিবিড় বন, সুন্দর দৃশ্য ও প্রচুর তিব্বতী ওষুধ উত্পাদনের কারণে ছাইচাও গ্রামের অনেক গ্রামবাসী ধনী হয়েছে। গ্রামের প্রধান তা ওয়া বলেছেন,
প্রাচীনকালে আমরা পাহাড়ে বসবাস করার সময় প্রধানত শিকারের মাধ্যমে জীবনযাপন করতাম, তখন খাবারের ধারণাও বেশি ছিল না। বর্তমানে গ্রামের লোকদের আয় প্রধানত তিব্বতি ওষুধ পাড়া, কৃষিক্ষেত্র চাষ করা ও পশুপালন করার মাধ্যমে আসে। কেন্দ্রীয় সরকার অনেক সমর্থন দিয়েছে, বর্তমানে প্রত্যেক পরিবারের বার্ষিক আয় ১০ হাজার ইউয়ানেরও বেশি, প্রত্যেক গ্রামবাসীর গড়পড়তা আয় ৪০০০ ইউয়ানেরও বেশি, আমাদের জীবনযাপনের মানের অনেক উন্নতি হয়েছে।
তা ওয়া গত ২০ বছরে এ গ্রামের প্রধানের দায়িত্ব পালন করেছেন, তিনি গ্রামের অনেক ব্যাপক পরিবর্তন অনুভব করেছেন। বিশেষ করে ২০০৬ সালে কৃষক ও পশুপালকদের আরামদায়ক গৃহায়ন প্রকল্প নির্মাণের পর গোটা গ্রামের অনেক পরিবর্তন হয়েছে। তখন তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের সরকার ৫০ লাখ ইউয়ান বরাদ্দ দিয়ে প্রত্যেক পরিবারের জন্য আলাদা আলাদাভাবে ইট ও সিমেন্ট সংমিশ্রিত বাসভবন নির্মাণ করেছে এবং সিমেন্ট পথ ও পানি নিষ্কাশন ব্যবস্থা স্থাপন করেছে এবং বিভিন্ন পরিবারের জন্য কলের পানি ও মিথেন গ্যাসের ব্যবস্থা করেছে।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |