Web bengali.cri.cn   
তিব্বতের তাচাও মন্দির
  2011-08-16 10:58:58  cri
    তাচাও মন্দিরের ১৩৫০ বছরেরও বেশি সময়ের ইতিহাস রয়েছে এবং এটি হচ্ছে লাসা শহরের সবচেয়ে পুরনো মন্দির। পোতালা প্রাসাদের সঙ্গে বিশ্বের সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় এটি অন্তর্ভুক্ত হয়েছে। আজকের অনুষ্ঠানেও আমরা তাচাও মন্দিরের রূপ অনুসন্ধান করবো।

    ভোরবেলা তাচাও মন্দিরে তিব্বতী বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রার্থনার সোনালী সময়। পায়ে ঘি নিয়ে মাটির রাস্তায় একের পর এক দাঁড়িয়ে যান তাঁরা। অনেক ভীড় হলেও তাঁদের মধ্যে কোনো কর্থাবার্তা নেই। প্রত্যেকে মনোযোগের সঙ্গে ধর্মীয় বাণী পড়েন এবং বুদ্ধমূর্তির প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে প্রার্থনা করেন। ঘি-বাতিতে টাটকা ঘি দেয়ার পর উপুড় হয়ে পড়ে প্রার্থনা করেন তাঁরা। ঘি-বাতির হলুদ আলো প্রত্যেকের সৌম্য রূপের ওপর ছড়িয়ে পড়ে। তখন আমরা সত্যিকারভাবে তিব্বতী জাতির মানুষদের ধর্মীয় বিশ্বাস দেখতে পাই। পথনির্দেশক লি সিয়াও হুয়া জানান, 'তিব্বতী জাতির প্রার্থনায় নির্দিষ্ট নিয়ম রয়েছে। সেটা হলো প্রার্থনা দক্ষিণাবর্তে করতে হবে। তিব্বতে প্রচলিত বৌদ্ধ ধর্মের ৪টি শাখা রয়েছে। তবে তাচাও মন্দির কোনো ধর্মীয় শাখার মন্দির নয়। এটা গৌতম বুদ্ধের প্রতি শ্রদ্ধা নিবেদনের একটি হল মাত্র এবং প্রার্থনার পবিত্র স্থান। তাচাও মন্দিরের ভিতরে গৌতম বুদ্ধের ১২ বছর বয়স্কালের মূর্তি ছাড়াও ৪টি ধর্মীয় শাখার মূর্তি স্থাপিত হয়েছে।' 

    পঞ্চম দালাই লামার রাজনৈতিক ও ধর্মীয় বিশ্বাস একীকরণের ক্ষমতা প্রতিষ্ঠার পর তাঁর সরকারি সংস্থা তাচাও মন্দির প্রতিষ্ঠা করে। তিব্বতে প্রচলিত বৌদ্ধ ধর্মের গেলু শাখা সমৃদ্ধ হওয়ার পর প্রতি বছর তাচাও মন্দিরে ধর্মীয় অনুষ্ঠান আয়োজিত হয়। বংশপরম্পরায় দালাই লামা ও পানচেনের ধর্মীয় অনুষ্ঠানও এখানে আয়োজিত হয়। তাচাও মন্দির হলো তিব্বতের গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠানের কেন্দ্রীয় স্থল।

    'আমাদের তাচাও মন্দির একটি প্রাঙ্গণের মতো। ১৪০৯ সালে গেলু শাখার প্রবর্তক জোং খাবার সন্ন্যাসী এ প্রাঙ্গণে বিরাট ধর্মীয় অনুষ্ঠান উপস্থাপনা করেছিলেন। সে অনুষ্ঠানের নাম ছিল ছুয়ানচাও সম্মেলন। এ কারণে এ মন্দিরকে তাচাও বলে ডাকা হয়। হাজার হাজার সন্ন্যাসী এ প্রাঙ্গণে বসে বৌদ্ধ ধর্মের শাস্ত্র পড়েছিলেন। এর পাশাপাশি এটা একটা অতি গুরুত্বপূর্ণ পরীক্ষাস্থল। গেলু শাখার সর্বোচ্চ ডিগ্রি গেশি। এ ডিগ্রির মান বর্তমানে আমাদের মাস্টার ও ডক্টরেট ডিগ্রির মতো। গেশি পরীক্ষা পাস করার পর যে কেউ তিনটি বড় মন্দিরের দায়িত্ব পালনের যোগ্যতা অর্জন করেন।'


1 2 3 4
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040