|
||||||||||||||||||||||||||||
গত ৫ বছরে কুইচৌ প্রদেশের মোট পর্যটন আয় গড়ে ৩৪.৩১ শতাংশ বেড়েছে। প্রবৃদ্ধির হার সারা দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে। আগামী ৫ বছর কুইচৌ দেশি-বিদেশি পর্যটকদেরকে কী কী পর্যটন সেবা দেবে? প্রাদেশিক পর্যটন ব্যুরোর প্রধান ফু ইংছুন বলেন, কুইচৌ বড় পর্যটন প্রদেশ এবং কাঙ্খিত পর্যটন ও অবসর বিনোদন স্থাপনাকে ঘিরে গুরুত্বপূর্ণভাবে পর্যটনের কাঙ্খিত স্থান সৃষ্টি করা হবে। ফলে কুইচৌয়ে আসা প্রত্যেক পর্যটক এখানে সন্তোষজনক ভ্রমণ করতে পারবেন।



| © China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |