গত সপ্তাহের অনুষ্ঠানে আমি আপনাদের কাছে তুলে ধরেছিলাম কুইচৌর সিচিয়াং ছিয়ানহু মিয়াও খুঁটির বেড়া জেলার কথা। আজো আমরা কুইচৌ যাবো; তবে এবার আমরা বেড়াবো এ প্রদেশের গ্রামে। এক সাথে আমরা প্রদেশের বিভিন্ন স্বাদ গ্রহণ করবো।
সম্প্রতি কুইচৌয়ে অনুষ্ঠিত পর্যটন প্রচার সপ্তাহে কুইচৌর বিভিন্ন অঞ্চলের দর্শনীয় স্থানের এবং পর্যটন সংস্থার প্রতিনিধিরা আট দিক থেকে আসা পর্যটকদের কাছে নিজেদের পর্যটন প্যাকেজ ও পর্যটন সেবা তুলে ধরেন। এর মধ্যে কুইচৌ আনশুনের দুজন 'দি অপেরা'র অভিনেতা অনেকের দৃষ্টি আকর্ষণ করেন। তাঁদের গায়ের কাপড় ঠিক চীনের অপেরার 'জীবন্ত জীবাশ্ম' গণ্য করা — 'দি অপেরা' পরিবেশনার মতো। প্রখর রোদে জেং রুহোং ও তাঁর সহকর্মী মোটা অপেরা কাপড় পরে, মাথায় 'দি অপেরার' মুখোশ পরে এবং কালো পাতলা চেহারা ঢেকে পিঠে চারটি পতাকা গুঁজে নেন। জেং রুহোং বলেন,
"খুবই গরম। কিন্তু আরো বেশি পর্যটকের কাছে আমাদের আনশুনের সংস্কৃতি প্রদর্শন করতে পারছি এটাও খুবই আনন্দদায়ক। বিশ্বের মানুষেরা আমাদের 'দি অপেরা' এবং এরকম আরো প্রাচীন ও আদিকালের সংস্কৃতি জানবেন।"
1 2 3 4 5 6 7