|
||||||||||||||||||||||||||||

সম্প্রতি কুইচৌয়ে অনুষ্ঠিত পর্যটন প্রচার সপ্তাহে কুইচৌর বিভিন্ন অঞ্চলের দর্শনীয় স্থানের এবং পর্যটন সংস্থার প্রতিনিধিরা আট দিক থেকে আসা পর্যটকদের কাছে নিজেদের পর্যটন প্যাকেজ ও পর্যটন সেবা তুলে ধরেন। এর মধ্যে কুইচৌ আনশুনের দুজন 'দি অপেরা'র অভিনেতা অনেকের দৃষ্টি আকর্ষণ করেন। তাঁদের গায়ের কাপড় ঠিক চীনের অপেরার 'জীবন্ত জীবাশ্ম' গণ্য করা — 'দি অপেরা' পরিবেশনার মতো। প্রখর রোদে জেং রুহোং ও তাঁর সহকর্মী মোটা অপেরা কাপড় পরে, মাথায় 'দি অপেরার' মুখোশ পরে এবং কালো পাতলা চেহারা ঢেকে পিঠে চারটি পতাকা গুঁজে নেন। জেং রুহোং বলেন,
"খুবই গরম। কিন্তু আরো বেশি পর্যটকের কাছে আমাদের আনশুনের সংস্কৃতি প্রদর্শন করতে পারছি এটাও খুবই আনন্দদায়ক। বিশ্বের মানুষেরা আমাদের 'দি অপেরা' এবং এরকম আরো প্রাচীন ও আদিকালের সংস্কৃতি জানবেন।"


| © China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |