Web bengali.cri.cn   
জনপ্রিয় কুইচৌ গ্রামীণ পর্যটন
  2011-06-14 12:32:27  cri

সাম্প্রতিক বছরগুলোতে কমিউনিস্ট পার্টির কুইচৌ প্রাদেশিক কমিটি এবং প্রাদেশিক সরকার গ্রামীণ পর্যটন উন্নয়নে বেশ কিছু ব্যবস্থা নিয়েছে। দেশি-বিদেশি পর্যটকের এটা পছন্দ হয়েছে। অসমাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, গত ৫ বছরে কুইচৌ প্রদেশের ৪ লাখ ২০ হাজার মানুষ পর্যটন শিল্প উন্নয়নের মাধ্যমে দারিদ্র্য থেকে মুক্তি পেয়েছেন অথবা তা থেকে অর্থ উপার্জন করেছেন। কুইচৌ প্রদেশের পর্যটন ব্যুরোর প্রধান ফু ইংছুন বলেন,

"আমাদের প্রদেশের পর্যটন শিল্পের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গ্রামীণ পর্যটন স্থানীয় জনসাধারণের দারিদ্র্যমোচন ও বিত্তবান হওয়ার কার্যকর উপায়ে পরিণত হয়েছে।"

২০০৬ সাল থেকে প্রতি বছর কুইচৌ প্রদেশ 'পর্যটন শিল্প উন্নয়ন সম্মেলনের আয়োজন করে। এ উদ্যোগের দায়িত্বভার নেয়া আনশু শহর, ছিয়াননান বিভাগ, ছিয়ানতোংনান বিভাগ, জুনই শহর এবং থোংরেন অঞ্চল পর্যটন অবকাঠামো নির্মাণ, প্রাকৃতিক পরিবেশ নির্মাণ, অভ্যর্থনা সামর্থ্য এবং সেবা স্থাপনা নির্মাণসহ বিভিন্ন ক্ষেত্রে দ্রুত উন্নয়ন সাধন করেছে। এর পাশাপাশি কুইচৌ 'বর্ণিল কুইচৌ' পর্যটন প্রতীকী রাষ্ট্রদূত প্রতিযোগিতা, সংগীত প্রতিযোগিতা, নৃত্য প্রতিযোগিতা এবং পর্যটন সেবার 'দুই প্রতিযোগিতা এক সম্মেলন' চালু করেছে। তিনটি সংস্করণের 'বর্ণিল কুইচৌ রীতিনীতি বৃহত্ জাতীয় নাচ-গানসহ ধারাবাহিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। 'বর্ণিল কুইচৌ রীতিনীতি' সাফল্যের সঙ্গে পর্যটন সংস্কৃতির ব্র্যান্ড সৃষ্টি করেছে।


1 2 3 4 5 6 7
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040