|
||||||||||||||||||||||||||||
ত্রিশোর্ধ্ব লি জেন হচ্ছেন মিয়াও খুঁটির বেড়া জেলায় বৃহত্তম গ্রামীণ পর্যটন অভ্যর্থনা স্থলের প্রধান ব্যক্তি। সিচিয়াংয়ে সবার আগে যে সব কৃষক গ্রামীণ পর্যটন সেবা দিতে শুরু করেছিলেন লি জেন মধ্যে অন্যতম একজন। প্রথম দিকে কেবল তিনিই চেষ্টা করেছিলেন; পরে পরিবারের ৬জন সদস্যই এতে অংশ নেন। এখন ৪০ জনেরও বেশি সহায়তাকারীকে নিয়োজিত করেছেন তিনি। ২০০৮ সালে তৃতীয় কুইচৌ পর্যটন শিল্প উন্নয়ন সম্মেলন সিচিয়াংয়ে অনুষ্ঠিত হয়। বৃদ্ধিমান লি জেন মনে করেন এটা একটি দুর্লভ সুযোগ। তিনি বলেন,

"আমি ঋণ সংস্থার কাছে ২ লাখ ইউয়ানের ঋণের জন্য আবেদন জানাই। নিজের সঞ্চয়ের সে ঋণ মিলিয়ে 'আ নোং মিয়াও চিয়া' খুলেছি। কেবল ২০০৮ সালের সেপ্টেম্বর মাসে পর্যটন উন্নয়ন সম্মেলনে এবং '১ অক্টোবর' সাত দিনের ছুটিতে আমার আয় ছিল ১ লাখ ৮০ হাজার ইউয়ান। নিট মুনাফা ছিল প্রায় ১ লাখ ইউয়ান।"



| © China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |