
বসন্ত উত্সব চলাকালে বাড়ীর প্রবেশদ্বারে দ্বি-চরণ শ্লোক ও নতুন বছরের দেওয়াল চিত্র এঁটে দেয়া আর বাড়ীর ফটকে অথবা সদর দরজায় নানা ধরনের চীনা লন্ঠন ঝুলানোও বসন্ত উত্সবের একটি রেওয়াজ। বসন্ত উত্সবের আগে বাজারে প্রচুর দেওয়াল চিত্র ও দ্বি-চরণ শ্লোক পাওয়া যায়। নাগরিকদের সুখী জীবনের ছবি, সুন্দর ফুল ও মনোরম দৃশ্যের চিত্র অত্যন্ত জনপ্রিয়। বসন্ত উত্সবের লন্ঠন প্রদর্শনীও দেখার মতো, চীনা লন্ঠন চীনের এক ঐতিহ্যিক শিল্পকর্ম, সেগুলোর কোনোটার আকার খরগোসের মতো, কোনোটা ছাগলের মতো, কোনোটা টেলিভিশন কার্টুনের কোনো জনপ্রিয় চরিত্রের আকার।

জীবনযাত্রার মানোন্নয়নের সংগে সংগে চীনাদের বসন্ত উত্সব উদযাপনের উপায়ের পরিবর্তন হচ্ছে, এখন ভ্রমণে বেড়িয়ে পড়া চীনাদের বসন্ত উত্সবের ছুটি কাটানোর একটি নতুন বিকল্প হয়েছে।
1 2 3 4