
খ্রীষ্টানদের বড় দিনের মতো বসন্ত উত্সব চীনাদের পক্ষে বছরের সবচেয়ে বড় উত্সব। যুগ পরিবর্তনের সংগে সংগে বসন্ত উত্সবের বিষয়বস্তুর কিছু পরিবর্তন হয়েছে, নাগরিকদের বসন্ত উত্সব পালনের কায়দারও কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু চীনা নাগরিকদের জীবনে ও চিন্তাভাবনায় বসন্ত উত্সবের অবস্থানের এখনো পরিবর্তন হয় নি।

ঐতিহাসিক তথ্য অনুসারে চীনাদের বসন্ত উত্সবের ইতিহাস চার হাজার বছরেরও বেশী। তবে তখন এই উত্সবের নাম বসন্ত উত্সব ছিল না, উত্সবের দিন তারিখও স্থির করা হয় নি। খৃষ্টপূর্ব দু'হাজার এক শ'সালের সময় তখনকার অধিবাসীরা বৃহষ্পতিগ্রহের একবার প্রদক্ষিণের সময়কে এক সুই বলে অভিহিত করতেন, সেই সময় বসন্ত উত্সবের নাম ছিল সুই। খৃষ্টপূর্ব এক হাজার সালের কাছাকাছি সময় তখনকার অধিবাসীরা বসন্ত উত্সবকে চীনা ভাষায় ' নিয়েন ' বলে ডাকতেন। ' নিয়েন ' অর্থ বছর , তবে তখনকার বছরের অর্থ ছিল সুফসল। যে বছর খাদ্যশস্যের ভালো ফলন হয়েছে , সেই বছরকে ফসলের নিয়েন বলা হতো, যে বছর খুব ভালো ফসল হয়েছে, সেই বছরকে ভালো ফসলের নিয়েন বলা হতো।

চীনের ঐতিহ্যিক রীতিনীতি অনুসারে চীনের বসন্ত উত্সব চীনের চান্দ্রবর্ষের শেষ মাসের ২৩তম দিন থেকে নতুন বছরের প্রথম মাসের ১৫তম দিন অর্থাত্ লন্ঠন উত্সব পর্যন্ত স্থায়ী হয়। বসন্ত উত্সব উদযাপনের সময় প্রায় তিন সপ্তাহ। এই সময়পর্বে বসন্ত উত্সবের আগের দিন অর্থাত পুরনো বছরের শেষ দিন ও নতুন বছরের প্রথম দিন অর্থাত বসন্ত উত্সবের প্রথম দিন হচ্ছে বসন্ত উত্সবের সবচেয়ে গুরুত্বপূর্ণ দু' দিন।
1 2 3 4