Web bengali.cri.cn   
চীনের বসন্ত উত্সব
  2011-02-07 17:58:32  cri

বছরের শেষ রাতে সারারাত জেগে কাটানোও বসন্ত উত্সবের একটি রেওয়াজ। সেই রাতে লোকেরা নাচগান ও গল্প করার মধ্য দিয়ে বছরের শেষ রাত কাটান। অতীতে বছরের শেষ রাতে নতুন বর্ষকে স্বাগত জানানোর জন্য নাগরিকরা পটকা ফাটাতেন, নিরাপত্তা ও পরিবেশ দুষণের কারণে পেইচিংসহ চীনের কিছু বড় শহরে পটকাবাজি নিষিদ্ধ করা হয়েছে। বসন্ত উত্সবের প্রথম দিন অর্থাত চান্দ্র বর্ষের প্রথম দিন সকালে পরিবারের সবাই নতুন জামা-কাপড় পরে মেহমানদের স্বাগত জানান অথবা নববর্ষের শুভেচ্ছা জানাতে আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের বাড়ীতে যান। সেদিন সবাই পরস্পরের সংগে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন এবং চা, বাদাম ও মিষ্টি খেয়ে গল্প করেন। চীনে এরকম রেওয়াজও আছে যে গত এক বছরে যদি আত্মীয় বা বন্ধুবান্ধবের মধ্যে ঝগড়া বা গন্ডগোল হয়, বসন্ত উত্সবের সময় এক পক্ষ আরেক পক্ষের বাড়িতে নববর্ষের শুভেচ্ছা জানাতে গেলে দু'জনের বিরোধ মিটে গেছে বলে মনে করা হয়।

বসন্ত উত্সবের কর্মসুচী বৈচিত্র্যময়। স্থানীয় অপেরা ও চলচ্চিত্র অনুষ্ঠান , সিংহনাচ ও বিভিন্ন ধরনের কর্মসুচীর কল্যাণে সর্বত্রই উত্সবের আনন্দমুখর পরিবেশ বিরাজ করে। অবশ্য বেশীরভাগ লোক বাড়িতে বসে টেলিভিশনে কেন্দ্রের বসন্ত উত্সব উপলক্ষে তৈরী বিশেষ অনুষ্ঠান উপভোগ করেন।

1 2 3 4
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040