|
থুং কাং আরো বলেন, চীনা চলচ্চিত্র প্রদর্শনী ভারতের দর্শকদের জন্য চীনকে জানার একটি জানালা খুলে দিয়েছে। ভবিষ্যতে আরো বেশি ভারতীয় চলচ্চিত্র চীনে প্রদর্শন করা দরকার। চীনা চলচ্চিত্র ভারতে একটি ভাল বাজার সৃষ্টি করার জন্য দু'পক্ষের মধ্যে সংশ্লিষ্ট বিনিময় ত্বরান্বিত করতে আগ্রহী তিনি। একই সঙ্গে চীন ও ভারত পারস্পরিকভাবে চলচ্চিত্র প্রদর্শনী আয়োজন করা হচ্ছে দু'দেশের সাংস্কৃতিক চুক্তি বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা। যা দু'দেশের চলচ্চিত্র খাতের কর্মীদের বিনিময় ত্বরান্বিত এবং দু'দেশের জনগণের পারস্পরিক সমঝোতা উন্নয়নের জন্য সহায়ক হবে।
এবারের চীনের ভারতীয় চলচ্চিত্র প্রদর্শনীতে উদ্বোধনী চলচ্চিত্র "অন্তহীন" ছাড়া সাম্প্রতিক বছরগুলোয় ভারতের সবচেয়ে আধুনিক চলচ্চিত্র বাছাই করা হয়। এর মধ্যে রয়েছে কমেডি, গল্প, ইতিহাস এবং শিশু বিষয়ক। এর মধ্য দিয়ে ভারতের আধুনিক সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিষয়টি প্রতিফলিত হয়। যেমন " ও লাকি লাকি।" 'হরিশচন্দ্র' "পৃথিবীর তারা" এবং " ভালবাসার আবিষ্কার"। যা বিভিন্ন বয়সের দর্শকের জন্য উপযুক্ত। " চায়না ডেলি"পত্রিকার একজন বাংঙালী সংবাদদাতা চিত্রলেখা বসু আমাদের সংবাদদাতাকে বলেন:
" আমি মনে করি, আগে বাংলা এবং ভারতের চলচ্চিত্র বই থেকে নেয়া কাহিনীর চলচ্চিত্র ছিল। শুধু এমনি গান ও নৃত্যের ছবি। এর মধ্যে কোন চমত্কার গল্প ছিল না। তবে এবারের চলচ্চিত্র প্রদর্শনীর প্রত্যাশায় রয়েছি আমি। বিশেষ করে চলচ্চিত্র " harishchandra factory", শুনেছি এ চলচ্চিত্রে ভারতীয় চলচ্চিত্র শিল্পের উন্নয়ন প্রক্রিয়ার বিষয়টি বর্ণনা করা হয়েছে। আমি খুবই দেখতে চাই।"
সত্যি কথা, সাম্প্রতিক বছরগুলোতে ভারতের চলচ্চিত্র শিল্পের দ্রুত উন্নয়ন হয়েছে। এটিও চীনা চলচ্চিত্রে অনেক অভিনেতা অভিনেত্রীর কাছে সমাদৃত। এবারের অনুষ্ঠানের উদ্যোক্তা ইউনিট আরো বিশেষ করে চীনের চলচ্চিত্রের পরিচালক কাও ছুন শু এবং অভিনেত্রী ছে ইয়ৌ লিংকে এবারের চীনের ভারতীয় চলচ্চিত্র প্রদর্শনীর আন্তর্জাতিক সাংস্কৃতিক বিনিময়ের দূত হিসেবে আমন্ত্রণ জানিয়েছে। বিখ্যাত অভিনেত্রী ছে ইয়ৌ লি থি ভি " ছুয়ান কুয়ান তুং"-এর একজন প্রধান চরিত্রে অভিনয়ের জন্য সবাই তাকে জানেন। একই সঙ্গে তাঁর পরিবেশিত অন্যান্য চলচ্চিত্র থেকেও বেশ আর্থিক আয় হয়েছে। সি আর আইকে দেয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন:
২০০৮ সালে চীনা চলচ্চিত্র প্রতিনিধিদলের সঙ্গে আমি ভাগ্যবান হিসেব খুবই সুন্দর ,পুরানো এবং আকর্ষণীয় স্থান--ভারতে গেলাম। সেখানে যেখানেই আমি গিয়েছি ভারতীয় জনগণের আতিথেয়তা ও বন্ধুত্বপূর্ণ মৈত্রী অনুভব করেছি। একটি বড় চলচ্চিত্র উত্পাদনকারী দেশের সমৃদ্ধ অবস্থা আমার মনে প্রগাঢ় ছাপ ফেলেছে। এবারের চলচ্চিত্র প্রদর্শনীর একজন দূত হিসেবে আমি আনন্দের সাথে সবাইকে এবারের অনুষ্ঠানে উদ্বোধনী চলচ্চিত্র " অন্তহীন" দেখার আমন্ত্রণ জানাই। এ চলচ্চিত্রের মাধ্যমে ভারতের আধুনিক তরুণ-তরুণীদের জীবন-যাপনের বিভিন্ন অবস্থা জানতে পারবেন সকল দর্শক বন্ধুরা। আশা করি, চীনা দর্শকরা সিনেমা হলে গিয়ে ভিন্ন সাংস্কৃতির পটভূমির ভারতীয় চলচ্চিত্র উপভোগ করবেন।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |