|
শ্রোতাবন্ধুরা, ২০১০ সাল হচ্ছে চীন ও ভারতের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী। ধারাবাহিক উদযাপনী অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে চলতি বছর চীন সরকার ভারতে " চীনা দিবস" আয়োজন করে এবং ভারত সরকার চীনে " ভারতীয় দিবস"-এর আয়োজন করে। এ সব বৈশিষ্ট্যসম্পন্ন উদযাপনী অনুষ্ঠানের মধ্যে চলচ্চিত্র প্রদর্শনী খুবই চমত্কারিত্বের সাথে আলোড়ন সৃষ্টি করে বলে মনে করা হয়। যা দু'দেশের জনগণকে সুষ্ঠুভাবে পরস্পরের সংস্কৃতি জানার একটি নতুন সেতু হিসেবে গড়ে উঠেছে। আচ্ছা, বন্ধুরা, আজকের " সাংস্কৃতিক সম্ভার" অনুষ্ঠানে আমরা চীন ও ভারতের চলচ্চিত্রের প্রদর্শনীর স্ববৈশিষ্ট্য সম্পন্ন আকর্ষণ শক্তির কথা আপনাদের জানাবো।
বন্ধুরা, আপনারা এই মাত্র শুনলেন ২৪ জুন পেইচিংয়ে অনুষ্ঠিত ভারতীয় চলচ্চিত্র দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রদর্শিত বিখ্যাত চলচ্চিত্র " অন্তহীন"-এর শব্দাবলি।
এ চলচ্চিত্রের সংক্ষিপ্ত বিষয় হচ্ছে ভারতে আধুনিক তরুণ-তরুণীদের ওয়েব-সাইটে করা নিরেট প্রেমের গল্প। চলচ্চিত্রের অভিনেতা ও অভিনেত্রীরা সবাই বাংলা ভাষায় কথা বলেন। চীনা দশর্কদের এ চলচ্চিত্রটি দেখার সাথে সাথে বোঝার জন্য চীনা ভাষা এবং ইংরেজিতে সাব-টাইটেল করা হয়েছে। এ চলচ্চিত্রটিকে সাম্প্রতিক বছরগুলোর সবচেয়ে চমত্কার আধুনিক চলচ্চিত্রগুলোর মধ্যে অন্যতম একটি বলে মনে করা হয়। একই সঙ্গে এবারের চলচ্চিত্র দিবসের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে " অন্তহীন" ভারতের চলচ্চিত্রে শুধু " গান ও নৃত্য" থাকার নির্দিষ্ট প্রবনতাকে ভেঙে দিয়েছে। এবারের চলচ্চিত্র দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী চীনে ভারতের রাষ্ট্রদূত সু চিয়ে শেং বলেন :
" চীন ও ভারতের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে এবার চলচ্চিত্র দিবসের আয়োজন করা হয়। যা চীনের জাতীয় বেতার, টেলিভিশন ও চলচ্চিত্র ব্যুরোর চলচ্চিত্র প্রশাসনিক দপ্তর এবং ভারতীয় চলচ্চিত্র দিবসের প্রশাসনিক ব্যুরোর ব্যাপক সহায়তা পেয়েছে। চীনে ভারতীয় চলচ্চিত্র সব সময় চীনা বন্ধুদের প্রশংসা পাচ্ছে। ভারতীয় চলচ্চিত্রের ওপর আমার চীনা বন্ধুদের প্রশংসার কথা আমিও বহুবার শুনেছি। যেমন ভারতের বিখ্যাত চলচ্চিত্র "নোমাডস্" এবং "ক্যারাভান"। একই সঙ্গে বলিউডের গান, নৃত্য পরিবেশনা এবং ভারতীয় থি ডি ধারাবাহিকও সবার ভূয়সী প্রশংসা পেয়েছে। এ থেকে স্পষ্ট যে, ভারতীয় শিল্পের চীনের এ বিশাল ভূমিতে ব্যাপক বাজার রয়েছে। বর্তমানে আমাদের একটি জরুরি সমস্যার সমাধান করা দরকার। যা হচ্ছে ভারতীয় চলচ্চিত্রের চীনা বাজারে চলে আসা ত্বরান্বিত করার জন্য কীভাবে একটি যৌক্তিক কাঠামো গড়ে তোলা যায়। তবে এ কাঠামো গড়ে তোলার আগে চলচ্চিত্র দিবস নিঃসন্দেহে চীনকে ভারতীয় চলচ্চিত্র দেখানোর একটি সবচেয়ে শ্রেষ্ঠ উপায় বলে মনে করা হয়। এবারের চলচ্চিত্র দিবসে বাছাই করা দশটি চলচ্চিত্র হচ্ছে বিভিন্ন ভাষা, অঞ্চল এবং জাতির মধ্য থেকে নির্বাচিত বিভিন্ন স্টাইলের আধুনিক চলচ্চিত্র। এ সব চলচ্চিত্র নিশ্চয় চীনা দর্শকদের মনে গভীর ছাপ ফেলবে বলে আমি বিশ্বাস করি।"
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |