Web bengali.cri.cn   
ওয়ান্স আপ অন এ টাইম ইন টিবেট
  2012-07-19 15:33:50  cri

এ চলচ্চিত্রের দুটি সংস্করণ আছে। একটি হলো চীনা ভাষার এবং আরেকটি হলো তিব্বতী ভাষার। চলচ্চিত্রের প্রধান অভিনেতা-অভিনেত্রী হান জাতির লোকেরা বলে চলচ্চিত্র পরিচালকে প্রথমে অন্যদের দিয়ে ডাবিং করাতে চেয়েছিলেন । কিন্তু অভিনেতা-অভিনেত্রী শুটিং করার আগে প্রতিদিন তিব্বতী ভাষা চর্চা করেন এবং অবশেষে নিজ নিজ উদ্যোগে কথোপকথন শেষ করেন।

চলচ্চিত্রটি বাস্তবানুগ করার জন্য সমুদ্রসমতল থেকে ৪৮০০ মিটারেরও বেশি পার্বত্য এলাকায় শুটিং করা হয়। তাই শুটিং করার প্রক্রিয়া খুব কষ্টকর হয়। ইয়োংছোর চরিত্র রূপায়ন করা অভিনেত্রী সিও সোং চিয়া শুটিং করার সময় কিডনির পাথরের রোগে আক্রান্ত হন। তিনি বলেন, আমাদের শুটিং করার শর্ত খুব কষ্টকর হওয়া সত্ত্বেও তিব্বতের মতো এত সুন্দর একটি জায়গায় ইয়ংছোর চরিত্রে অভিনয় করা আমার জন্য খুব সন্তোষজনক মনে হয়।

প্রিয় শ্রোতা, এখন আমার সঙ্গে 'once upon a time in tibet' শিরোনামে চলচ্চিত্রের থিম সঙ্গীত শুনবো। সঙ্গীতের নাম হলো 'মঙ্গল প্রার্থনা'।

আচ্ছা, প্রিয় শ্রোতা, আজকের আলো-ছায়া অনুষ্ঠান এখানেই শেষ হলো। আমাদের অনুষ্ঠান প্রসঙ্গে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের জানাবেন। অনুষ্ঠান শোনার পর আপনাদের কোন ভাবানুভূতি থাকলে, তা আমাদের জানাতে পারেন। আমার ই মেইল ঠিকানা:---আমাদের বিভাগের ই-মেইল ঠিকানা:--। দয়া করে উল্লেখিত দুটি ঠিকানায় আপনার ইমেইল পাঠাবেন। আপনাদের সুচিন্তিত মতামত আমাদের আগামী অনুষ্ঠানকে আরো সমৃদ্ধ করে তুলবে । আজকের অনুষ্ঠান শোনার জন্য অনেক ধন্যবাদ। সবাই সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী সপ্তাহের একই সময় আবার কথা হবে। চেইচিয়ান।

এখন শুনুন আমার সহকর্মী শান্তা মারিয়ার পরিবেশিত আলোছায়া অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব।

লিলি/শান্তা


1 2 3 4 5 6
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040