|
ইয়োংছোর কোন উপায় নেই। তিনি তানলা পাহাড়ে তীর্থযাত্রা করার পথে চলে যান এবং রবার্টের মঙ্গল প্রার্থনা করার আশা পোষণ করেন।
রবার্ট তদন্ত দলের হাত থেকে রেহাই পান। তিনি ইয়োংছোকে খুঁজে বের করার পথে আরেকজন বিদেশির সঙ্গে দেখা করেন। সেই বিদেশি 'patrick পাট্রিক' নামে একজন ইতালিয়। তিনি ভারতের যুদ্ধ বন্দীর শিবির থেকে পালিয়ে এসেছেন এবং সবখানে লুকিয়ে থাকেন। লুকানোর প্রক্রিয়ায় তিনি অনিচ্ছুকভাবে একজন তিব্বতী নারীকে হত্যা করেন। তিনিই কর্তৃপক্ষের চাওয়া সেই বিদেশি। তিনি রবার্টকে বলেন, আসলে তিনি কাউকে হত্যা করতে চাননি। শুধুমাত্র বাড়িতে ফিরতে চান। পাট্রিক গুলি খেয়ে শিগ্গিরী মারা যান।
প্রিয় শ্রোতা, আপনার চলচ্চিত্রের যে অংশ শুনছেন এতে এই দৃশ্য দেখানো হয়।
যখন রবার্ট ইয়োংছোর সঙ্গে আবার মিলিত হন এবং তাঁরা দু'জনই আলিঙ্গন করেন, তখন তদন্ত দলের একজন সদস্য বন্দুক ধরে রবার্টের দিকে গুলি করার প্রস্তুতি নিচ্ছেন। ইয়োংছো নিজের শরীরে সেই গুলি ঠেকিয়ে দেন। রবার্টের কোলে ইয়োংছো চিরদিনের জন্য চোখ বন্ধ করেন।
চলচ্চিত্রের শেষে রবার্ট একা একা নদীর তীরে দাঁড়িয়ে ইয়োংছোর কথা স্মরণ করেন।
প্রিয় শ্রোতা, আপনারা চলচ্চিত্রের যে অংশ শুনছেন এতে এই দুঃখজনক দৃশ্য দেখানো হয়।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |